শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

হাসপাতালে কমছে ডেঙ্গু রোগী

ঈদের চার দিনে মৃত্যু দুজনের

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে কমছে ডেঙ্গু রোগী

সারা দেশের হাসপাতালে কমেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী। আগস্ট মাসের প্রথম ১০ দিনের তুলনায় গত চার দিনে রোগীর সংখ্যা কমেছে। প্রথম ১০ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৮৩ জন। প্রতিদিন প্রায় ২ হাজার জন নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত চার দিনে গড়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৬ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮০ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৭৫৫ জন এবং সারা দেশে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৫ জন। ঢাকার সরকারি ১০টি এবং বেসরকারি ৩০টি হাসপাতালে রোগী ভর্তির তথ্যে এই সংখ্যা সরবরাহ করা হয়েছে। বাকি তথ্য বিভাগীয় এবং জেলা সদর হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছে। গত ১১ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩৩৪ জন, ১২ আগস্ট ২০৯৩ জন এবং ১৩ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২০০ জন। হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হিসাব পর্যালোচনা করলে দেখা যায় রোগী ভর্তির হার ধীরে ধীরে কমছে। গত ৭ আগস্ট ছিল ২ হাজার ৪২৮ জন, ৮ আগস্ট ২ হাজার ৩২৬, ৯ আগস্ট ২ হাজার ২ জন, ১০ আগস্ট ২ হাজার ১৭৬ জন। তবে আগস্টের শুরু থেকে ঢাকায় রোগীর সংখ্যা কমে বেড়েছে সারা দেশে। ঈদের ছুটিতে মানুষ ঢাকা ছাড়ায় এই হ্রাস-বৃদ্ধি ঘটেছে। গত ১১ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ্যাপোলো হাসপাতালে রিফাত নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছে। এদিন রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ফাতেমা আক্তার সোনিয়া (২৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। ডেঙ্গু আক্রান্ত বাবার পাশে থাকার জন্য এসেছিলেন সোনিয়া। এরপর আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১২ আগস্ট এই হাসপাতালেই ডেঙ্গু আক্রান্ত হয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত জামাল আহমেদ মারা গেছেন। গত ১৩ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত বাপেক্স প্রকৌশলী মাহবুল্লাহ হক (৩৫) মারা গেছেন। বিএসএমএমইউ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান তিনি। একই দিনে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিয়া নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর- কুমিল্লা : ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৬৫০ জন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০৯ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৫৪১ জন। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন আছেন ৫১ জন। ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত দুই শতাধিকের ওপরে। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, ৩৪ জন রোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে আরও ২০ জনের মতো ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।  ময়মনসিংহ : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজ ছাত্র ফরহাদ (২২) মারা গেছেন। গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। এর আগের দিন সন্ধ্যায় তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। ফরহাদ ইটনা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বড়বাড়ি গ্রামের ফেরদৌস আলীর ছেলে। মাদারীপুর : মাদারীপুরের শিবচরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাজী আবদুল মজিদ (৭৫) নামে আরও এক রোগী মারা গেছেন। তিনি এক সপ্তাহ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রাত ১টার দিকে তিনি শিবচরের নিজ বাড়িতে মারা গেছেন। রংপুর : ঢাকার কেরানীগঞ্জ থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হওয়া মনিরুল ইসলাম (৩৪) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে রমেক থেকে রংপুর ডক্টরস ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মনিরুল ইসলাম লালমনিরহাটের কালিগঞ্জের বাসিন্দা। তিনি ঢাকার কেরানীগঞ্জে কাপড়ের ব্যবসা করতেন। বরিশাল : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৯০ জন। গত সোমবার বিকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৩২৯ জন ডেঙ্গু রোগী।  চাঁপাইনবাবগঞ্জ : ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন আরও ৫ জন। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ডা. তৌফিক উদ্দিন জানান, সদর হাসপাতালে গত ২৩ জুলাই থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১১৮ জন।  টাঙ্গাইল : টাঙ্গাইলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ২৪৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ১৬৩ জন রোগী বাড়ি ফিরে গেছেন। গতকাল সকাল পর্যন্ত এ হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি ছিলেন। রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মৃত আবদুল মালেক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম হাউসনগর মহল্লার গোলাম নবীর ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। খাগড়াছড়ি : খাগড়াছড়িতে ৯০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পরশ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরশ উপজেলার চরজাঙ্গালিয়া দাসপাড়ার কামরুজ্জামানের ছেলে। দিনাজপুর : দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর নতুন রোগী ভর্তি হয়েছে ২৫ জন। বগুড়া : গত ৪০ দিনে বগুড়ায় দুই সরকারি হাসপাতালে ৪৩৭ জনসহ মোট ৫১৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাগেরহাট : বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। গতকাল দুপুর পর্যন্ত জেলায় সরকারি হিসাবে আরও ৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সর্বশেষ খবর