বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আলোচনায়ই সমস্যার সমাধান হতে পারে

প্রতিদিন ডেস্ক

আলোচনায়ই সমস্যার সমাধান হতে পারে

কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদি সরকারের পদক্ষেপের সমালোচনা করলেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ‘আমি মনে করি না যে গণতন্ত্র ছাড়া কোনোভাবে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব। গণতান্ত্রিক প্রক্রিয়া ও আলোচনার টেবিলেই যে কোনো সমস্যার সমাধান হতে পারে।’ সরকার নিরাপত্তার যে বিষয় বলছে, তার পরিপ্রেক্ষিতে অমর্ত্য সেন বলেন, ‘এটি ঔপনিবেশিক অজুহাত। ব্রিটিশরা এভাবেই ২০০ বছর ধরে দেশ চালিয়েছিল।’ কাশ্মীরিরা বলছে, তাদের মতামতের তোয়াক্কা না করেই রাজ্যের বিশেষ মর্যাদা রদ করা হয়েছে, যার মধ্য দিয়ে সংবিধানের শর্তের ব্যত্যয় ঘটেছে। মর্যাদা পরিবর্তনের কারণে এখন কাশ্মীরের নিজস্ব সংবিধান, পতাকা, দ বিধি থাকছে না এবং ওই রাজ্যে ভারতীয় যে কেউ জমি কিনতে পারবে। এসব বিষয়ে কাশ্মীরিদের মতামত শোনার ওপর গুরুত্ব দিয়ে অমর্ত্য সেন বলেন, ‘রাজ্যের জনগণের (জম্মু ও কাশ্মীর) কথা ভেবেও কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। এটি এমন একটি বিষয় যেখানে কাশ্মীরিদের বৈধ দৃষ্টিভঙ্গি রয়েছে, কারণ যে এটি তাদের জমি।’

 জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের গ্রেফতারের সমালোচনাও করেন অমর্ত্য সেন।

 তিনি বলেছেন, ভারতের গণতন্ত্রের জন্য ভারতীয় হিসেবে যে গর্ব অনুভব করতেন তিনি, এই পদক্ষেপের পর আর তা অনুভব করছেন না।

সর্বশেষ খবর