শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বছরে পাঁচ বিলিয়ন ডলার বাইরে চলে যায় : ফরাসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বছরে পাঁচ বিলিয়ন ডলার বাইরে চলে যায় : ফরাসউদ্দিন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, আমাদের দেশে হাজার হাজার গ্র্যাজুয়েট থাকলেও দেশের বাইরে পাঁচ বিলিয়ন ডলার চলে যায়। আমরা এ ধরনের পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারিনি। তিনি আরও উল্লেখ করেন, আমরা যদি সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে পারতাম, তাহলে আমাদের দেশের বাইরে  থেকে লোক এনে চাকরি দেওয়ার প্রয়োজন পড়ত না। গতকাল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত উচ্চশিক্ষার মান অর্জন সম্পর্কিত দুই দিনব্যাপী প্রথম সিইটিএল সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ধানমন্ডিতে ইউল্যাবের প্রধান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ড. ফরাসউদ্দিন আরও বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা বইয়ের গি র মধ্যে না রেখে কর্মমুখী হতে হবে। দেশের তরুণ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণদের সংখ্যা পাঁচ কোটি। বিশ্বের মাত্র ২৫টি দেশে এই সংখ্যক জনসংখ্যা রয়েছে। তাই আমাদের সুযোগ আছে তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে জনসম্পদে রূপান্তরিত করার। উচ্চশিক্ষা সর্বজনীন হওয়া উচিত না, এটি নির্দিষ্ট কিছু মানুষের জন্যই হওয়া উচিত। তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় এমন অনেক বিষয় আছে, যা চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অষ্টম কিংবা দশম শ্রেণি পর্যন্ত সর্বস্তরের শিক্ষায় কারিগরি শিক্ষার ওপর এককভাবে জোর দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর