শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সরকার শক্ত অবস্থানে যাবে

নিজস্ব প্রতিবেদক

সরকার শক্ত অবস্থানে যাবে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ আরও শক্ত অবস্থান নেবে। এ নিয়ে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের উদ্যোগ নেবে ঢাকা। তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে যা করণীয়, বাংলাদেশ তা করেছে। এখন এ দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। ড. মোমেন গতকাল ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাধ্য করতে আমরা একটু শক্ত হব। চিন্তাভাবনা করছি ইন্টারন্যাশনাল কমিশন জোগাড় করব, যারা রাখাইনে, নট ইন বাংলাদেশ, ইউএনএইচসিআর, আইওএম তাদেরও আমরা বলছি যে তোমরা আমাদের এখানে থেকে লাভ নেই। তোমরা বরং রাখাইনে যাও। মিয়ানমারে যাও। ওদের (রোহিঙ্গা) জন্য পরিবেশ তৈরি কর। এর আগে শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘১৫ আগস্ট ও বাংলাদেশের প্রভাব’ শীর্ষক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আগেই দুই খুনি নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা যাবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেসব দেশে মৃত্যুদে র বিধান চালু আছে, সেসব দেশের মৃত্যুদ  পাওয়া নাগরিকদের কানাডা ফেরত দেয় না। তারপরও নূর চৌধুরীকে ফেরত পাওয়ার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া রাশেদ চৌধুরীর বিষয়ে মার্কিন সরকার কোনো সিদ্ধান্ত দেয়নি। যদিও আরেক খুনি মহিউদ্দিন আহমেদকে তারা ফেরত পাঠিয়েছিল। রাশেদ চৌধুরীকে ফেরত পেতে আমরা চিঠি দিয়েছি। আমরা আশাবাদী, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আগেই এই খুনিদের দেশে আনতে পারব। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে থাকত।

মিয়ানমার আস্থা তৈরি করতে না পারায় ফেরেনি রোহিঙ্গারা : রোহিঙ্গারা ফিরে না যাওয়ার জন্য মিয়ানমারকেই দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের আস্থা তৈরি করতে পারেনি। যে কারণে রোহিঙ্গারা ফিরতে রাজি হচ্ছে না। তবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গাদের ফিরে যেতে হবে।  গতকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর