রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দেশে বিচার বলতে কিছু নেই

নিজস্ব প্রতিবেদক

দেশে বিচার বলতে কিছু নেই

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশে বিচার বলতে কোনো কিছু নেই। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা জামিনযোগ্য হওয়া সত্ত্বেও তার জামিন হচ্ছে না। কারণ বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের হাতে বন্দী। বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জামিন না দিয়ে আটকে রেখেছে। এ অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় এতে মহিলা দলের সাবেক সভানেত্রী নূরে আরা সাফা, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন। সেলিমা রহমান বলেন, এখন আমাদের একটিই লক্ষ্য- আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা। কারণ খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি মানেই স্বাধীনতার মুক্তি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর