বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাবা-ছেলেকে বাসচাপার তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক

বাবা-ছেলেকে বাসচাপার তদন্ত দাবি

‘কিছু দানবরূপী চালককে রুখতেই হবে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, শিল্পী পারভেজ রবকে যেভাবে চাপা দেওয়া হয়েছে, এরপর তার ছেলে একই কোম্পানির গাড়ি একইভাবে চাপা দিয়েছে। দুটিই দুর্ঘটনা কি না, বিশেষ করে পরের ঘটনাটি তদন্তের দাবি রাখে। বেপরোয়া বাসের চাপায় গুরুতর আহত কিশোর আলভীকে গতকাল রাজধানীর শ্যামলীতে ট্রমা সেন্টারে দেখতে যাওয়ার পর সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। ৫ সেপ্টেম্বর যে পরিবহনের বাসচাপায় উত্তরায় সংগীতশিল্পী পারভেজ রব নিহত হন, সেই একই পরিবহনের বাসচাপায় ৮ সেপ্টেম্বর তার ছেলে আলভী গুরুতর আহত হন। সে ঘটনায় প্রাণ হারান আলভীর বন্ধু মেহেদী। ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি মনে করি অসচেতনভাবে গাড়ি চালানোর কারণে মানুষের মৃত্যুবরণ, পঙ্গুত্ববরণ করছে। এগুলোর সবই যে দুর্ঘটনা তা নয়, কিছু খুনের ঘটনাও আছে।

সর্বশেষ খবর