মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সব সেক্টরে দুর্নীতিবাজদের খোঁজ নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সব সেক্টরে দুর্নীতিবাজদের খোঁজ নেওয়া হচ্ছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজের ঘর থেকে শেখ হাসিনা শুদ্ধি অভিযানের সূচনা করেছেন। অন্যান্য দলের অনেকে বড় বড় কথা বলছেন। খোঁজ নেওয়া হচ্ছে, দুর্নীতি করে কারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। খোঁজ নেওয়া হবে প্রশাসনে কারা দুর্নীতিবাজ। সব সেক্টরে খারাপ লোকদের খুঁজে বের করা হবে। গতকাল রাজধানীর  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সম্মেলনে তিনি এ কথা বলেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতার দাপট দেখাবেন না। বসন্তের কোকিলদের এনে দল ভারী করার চেষ্টা করবেন না। আমরা দুঃসময়ের কর্মী চাই, বসন্তের কোকিল চাই না। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিবাজরা সাবধান। আওয়ামী লীগে এদের ঠাঁই হবে না। ওবায়দুল কাদের বলেন, স্পষ্টভাবে বলতে চাই, আমাদের পার্টিতে দূষিত রক্ত আর চাই না। দূষিত রক্ত বের করে দিতে হবে। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। কে কত প্রভাবশালী তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা চাইব ক্লিন ইমেজের কর্মীদের নেতা বানাতে। খারাপ লোকের কোনো দরকার নেই। খারাপ লোকেরা দলের দুর্নাম ডেকে আনে। দুঃসময় এলে এই খারাপ লোকদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনে রাখবেন সোনালি এতসব অর্জন, খারাপ আচরণের কারণে যাতে ম্লান হয়ে না যায়।

দশটা ভালো কাজ একটা খারাপ ব্যবহার ঢেকে দিতে পারে, মলিন করে দিতে পারে। দশটা ভালো অর্জন একটা খারাপ কাজের জন্য ম্লান হয়ে যেতে পারে। এর আগে বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। সংগঠনের মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ ও সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রায় ১৩ বছর পর মহানগরের এই সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা করা হয়নি। আগামী ১৬ নভেম্বর কেন্দ্রীয় সম্মেলনের দিন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের কমিটি ঘোষণা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর