১১ দফা দাবিতে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক নিয়েছেন নৌযান শ্রমিকরা। গতকাল দিবাগত মধ্যরাতে এ ধর্মঘট শুরু হয়। নৌযান শ্রমিকদের আটটি সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ধর্মঘটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে। নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমাদের ধর্মঘট চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। এখন পর্যন্ত (গত রাত ১০টা) কোনো সমঝোতা বা বৈঠকের সিদ্ধান্ত নেই। এমনকি সরকার বা মালিকপক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।’ এর আগের খবর অনুযায়ী, এ নিয়ে গত এক বছরে তিনবার ধর্মঘটের ডাক দেয় ফেডারেশন। নেতাদের দাবি, নৌযান মালিক ও সরকার বারবার ওয়াদা ভঙ্গ করায় তারা ধর্মঘটের ডাক দিতে বাধ্য হন। শাহ আলম ভুইয়া গণমাধ্যমকে আরও বলেন, ২০১৮ সালের আগস্ট থেকে এ পর্যন্ত তারা তিনবার ধর্মঘটে গেছেন। প্রতিবারই শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার করানো হয়। পরে মালিকরা দাবি মেনে নেন না। ফেডারেশনের ১১ দফা দাবির মধ্যে রয়েছে- নৌপথে চাঁদাবাজি বন্ধ, ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌযানের সর্বস্তরের শ্রমিকদের বেতন প্রদান, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, মালিক কর্তৃক খাদ্য ভাতা প্রদান, নৌযান শ্রমিকদের সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ। এদিকে বরিশাল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল সকালে এক ঘোষণায় ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলেন কর্মবিরতি আহ্বানকারী সংগঠন নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চল সভাপতি আবুল হাসেম মাস্টার। এ অবস্থায় জনদুর্ভোগ ও নিত্যপণ্যের মূল্য আরেক দফা বৃদ্ধির আশঙ্কা করে সাধারণ মানুষ। চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক খোরশেদ আলম গতকাল সকালে বলেন, ‘১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আট শ্রমিক সংগঠন যৌথভাবে ধর্মঘটের ডাক দিয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে আমরা সরকার ও মালিকপক্ষকে অনেক সময় দিয়েছি। তাই বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।’ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ১১ দফা মেনে নেওয়ার দাবিতে গতকাল বিকালে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট নৌযান শ্রমিকদের
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর