রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাবি উপাচার্যের দুর্নীতির তথ্য ইউজিসিতে দেব

শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা যে দুর্নীতির তথ্য-উপাত্ত আমার কাছে জমা দিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এসব ইউজিসির কাছে আমরা জমা দেব। ইউজিসি তা দেখে যথাযথ ব্যবস্থা নেবে। গতকাল দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো আর আগুনসন্ত্রাসীদের ক্ষমতায় আনবে না। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে জানিয়ে তিনি বলেন, দেশে উচ্চশিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার অনেক পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রী অনুষ্ঠানের শুরুতে সিআরপির প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভেলরি এ টেইলরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর