অলিম্পিক বা এশিয়ান গেমসে ভারত ছাড়া অন্য দেশের পাত্তা নেই। ভারতও যে আহামরি সাফল্য দেখায় তা বলা যাবে না। সার্কভুক্ত অন্য দেশগুলোর পদক পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। তাই দক্ষিণ এশিয়া গেমসে অংশ নেওয়া দেশগুলোর কাছে অলিম্পিকের মতো মর্যাদাকর হয়ে দাঁড়িয়েছে। ১৯৮৪ সালে শুরু থেকেই বাংলাদেশ এসএ গেমসে অংশ নিচ্ছে। কখনো সেরা তিনে দেখা যায়নি। সর্বোচ্চ প্রাপ্তি ছিল ২০১০ সালে। সেবার ঢাকায় অনুষ্ঠিত ১১তম এসএ গেমসে ১৮টি সোনা জিতেছিল বাংলাদেশ। ১৯৯৩ সালে ঢাকাতেই ১১টি সোনা লাভ করে বাংলাদেশের ক্রীড়াবিদরা। সর্বোচ্চ প্রাপ্তির রেকর্ডটি না ভাঙলেও এবার নেপাল গেমসেই দ্বিতীয় সর্বোচ্চ সোনা জেতার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। আর তা দেশের বাইরে বড় সাফল্য। ১৯৯৫ সালে মাদ্রাজ এসএ গেমসে ৭ সোনা জয়ই ছিল দেশের বাইরে বড় সাফল্য। গতকাল তা টপকে গেছে ১৪টি সোনা জিতে। আগের দিন বাংলাদেশের সোনার সংখ্যা ছিল ৭টি। গতকাল আরচারিতে দলগত ইভেন্টে ৬ ও মেয়েদের দলগত ক্রিকেটে ১টি সোনা জিতে। ২০১০ সালেও এক দিনে পাঁচ সোনা জিতে লাল সবুজের দল। এবারে প্রথম সোনা আসে তায়কোয়ান্দো ইভেন্ট থেকে। আর এ কৃতিত্ব দিপু চাকমার। পরের দিনটি ছিল কাতারের। একদিনেই তিন সোনা জিতেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। এরপর টানা তিন দিন সোনার দেখা মেলেনি। বাংলাদেশের শিবিরে স্বস্তি এনে দেন মাবিয়া আক্তার সীমান্ত। গতবারের মতো এবারও তিনি ভারোত্তোলনে সোনা জিতেন। পুরুষদের বিভাগে সোনা এনে দেন জিয়ারুল ইসলাম। গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত ফিন্সিংয়ে সোনা জিতেন ফাতেমা মুজিব। আজও সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুষদের ক্রিকেট ও আরচারিতে।
শিরোনাম
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের আত্মপ্রকাশ
- মালয়েশিয়া দিবস: জাতীয় ঐক্যের বার্তা ও বহুসংস্কৃতির উদযাপন
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি
- বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা স্মারক সই
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫