অলিম্পিক বা এশিয়ান গেমসে ভারত ছাড়া অন্য দেশের পাত্তা নেই। ভারতও যে আহামরি সাফল্য দেখায় তা বলা যাবে না। সার্কভুক্ত অন্য দেশগুলোর পদক পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। তাই দক্ষিণ এশিয়া গেমসে অংশ নেওয়া দেশগুলোর কাছে অলিম্পিকের মতো মর্যাদাকর হয়ে দাঁড়িয়েছে। ১৯৮৪ সালে শুরু থেকেই বাংলাদেশ এসএ গেমসে অংশ নিচ্ছে। কখনো সেরা তিনে দেখা যায়নি। সর্বোচ্চ প্রাপ্তি ছিল ২০১০ সালে। সেবার ঢাকায় অনুষ্ঠিত ১১তম এসএ গেমসে ১৮টি সোনা জিতেছিল বাংলাদেশ। ১৯৯৩ সালে ঢাকাতেই ১১টি সোনা লাভ করে বাংলাদেশের ক্রীড়াবিদরা। সর্বোচ্চ প্রাপ্তির রেকর্ডটি না ভাঙলেও এবার নেপাল গেমসেই দ্বিতীয় সর্বোচ্চ সোনা জেতার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। আর তা দেশের বাইরে বড় সাফল্য। ১৯৯৫ সালে মাদ্রাজ এসএ গেমসে ৭ সোনা জয়ই ছিল দেশের বাইরে বড় সাফল্য। গতকাল তা টপকে গেছে ১৪টি সোনা জিতে। আগের দিন বাংলাদেশের সোনার সংখ্যা ছিল ৭টি। গতকাল আরচারিতে দলগত ইভেন্টে ৬ ও মেয়েদের দলগত ক্রিকেটে ১টি সোনা জিতে। ২০১০ সালেও এক দিনে পাঁচ সোনা জিতে লাল সবুজের দল। এবারে প্রথম সোনা আসে তায়কোয়ান্দো ইভেন্ট থেকে। আর এ কৃতিত্ব দিপু চাকমার। পরের দিনটি ছিল কাতারের। একদিনেই তিন সোনা জিতেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। এরপর টানা তিন দিন সোনার দেখা মেলেনি। বাংলাদেশের শিবিরে স্বস্তি এনে দেন মাবিয়া আক্তার সীমান্ত। গতবারের মতো এবারও তিনি ভারোত্তোলনে সোনা জিতেন। পুরুষদের বিভাগে সোনা এনে দেন জিয়ারুল ইসলাম। গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত ফিন্সিংয়ে সোনা জিতেন ফাতেমা মুজিব। আজও সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুষদের ক্রিকেট ও আরচারিতে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ