বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জিডিপি বেড়েছে মাথাপিছু আয় অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

জিডিপি বেড়েছে মাথাপিছু আয় অপরিবর্তিত

চূড়ান্ত হিসাবে গত ২০১৮-১৯ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৫ শতাংশে। প্রাথমিক হিসাবে এটা ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। গতকাল জিডিপির এই চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। একনেক সভার পর সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি আরও জানান, গত অর্থবছরে মাথাপিছু আয় প্রাথমিক হিসাবে যা ছিল অর্থাৎ ১ হাজার ৯০৯ ডলার এখনো তাই রয়েছে। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় টাকার অঙ্কে কিছুটা সুবিধা পাওয়া গেছে। যেমন প্রাথমিক হিসাবে মাথাপিছু আয় ছিল ১ লাখ ৬০ হাজার টাকা। এখন চূড়ান্ত হিসাবে তা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৪৪০ টাকা। এর আগে, গত ১৯ মার্চ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ২০১৮-১৯ অর্থবছর শেষে প্রবৃদ্ধি দাঁড়াবে ৮ দশমিক ১৩ শতাংশে। গত ২০১৫-১৬ অর্থবছর থেকে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সূচকটি ৭ শতাংশের ‘ঘর’ অতিক্রম করে। এর আগে প্রায় এক দশক এটি ছিল ৬ এর ঘরে। আগামী ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ দুই অঙ্কের জিডিপি অর্জনে সক্ষম হবে আশা করছে সরকার।

সর্বশেষ খবর