শিরোনাম
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পদ্মা-যমুনায় আর সেতু নয়, টানেল হবে

নিজস্ব প্রতিবেদক

পদ্মা-যমুনায় আর সেতু নয়, টানেল হবে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পরিবেশ রক্ষায় বড় নদীতে সেতুর বদলে মাটির তল দিয়ে টানেল বানানো হবে। পদ্মা-যমুনায় বা বড় নদীতে আমরা আর সেতু নির্মাণ করতে চাই না। সেতু নির্মাণ হলে পলি পড়বে, নদী ভরাট হবে, পরিবেশের ক্ষতি করবে। গতকাল সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদরের এফআইভিডিবি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আবদুল আহাদের সভাপতিতে ‘সবার জন্য পুষ্টি’ বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কর্ণফুলী নদীর তল দিয়ে সাত কিলোমিটার টানেল নির্মাণের কাজ চলছে। আমাদের চিন্তা-ভাবনায় রয়েছে যমুনার উত্তর মাথায় আরেকটি টানেল নির্মাণ করার- যা কুড়িগ্রাম ও জামালপুরের মধ্য দিয়ে যাবে। বিশ্বের উন্নত দেশে অনেক দীর্ঘ টানেল রয়েছে। এই টানেলের নিচ দিয়ে পরিবহন চলে, ওপর দিয়ে নদী বহমান রয়েছে। এতে পরিবেশের সবকিছুই ঠিক থাকে।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, এর আগে সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর