রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
এ ই অ প রা ধে র শে ষ কো থা য়

৯০ দিনের মধ্যে ঢাবি শিক্ষার্থীর ধর্ষকের বিচার দাবি

টিএসসি থেকে কুর্মিটোলা পদযাত্রা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কুর্মিটোলা অভিমুখে ধর্ষণবিরোধী গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে ‘যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট’।

গতকাল বিকাল সাড়ে ৩টায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ কর্মসূচি শুরু হয়। গণপদযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ থেকে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোটের আহ্বায়ক শিবলী হাসান চার দফা দাবি পেশ করেন। চার দফা দাবির মধ্যে রয়েছে– দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৯০ দিনের মধ্যে ধর্ষকের বিচারকাজ সম্পন্ন করা, কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে বিমানবন্দর পর্যন্ত জায়গাটি পুলিশি নিরাপত্তা ও সিসিটিভির আওতায় আনা,  কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে বিমানবন্দর পর্যন্ত এলাকার মাদকসহ সব অবৈধ ব্যবসা বন্ধ করা এবং  নারীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুরো ঢাকা শহর সিসিটিভির আওতায় আনা প্রভৃতি। কর্মসূচিতে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ধর্ষণের মতো হৃদয়বিদারক বিষয়ে আজকে আমরা  দেখছি রাজপথের আন্দোলন ছাড়া ন্যায় বিচার পাওয়া যায় না। কাজেই এই আন্দোলন অব্যাহত রাখতে এই ধর্ষণবিরোধী গণপদযাত্রা। ধর্ষণের শাস্তি নিশ্চিতে আইন সংশোধনের দাবি জানিয়ে তিনি বলেন, আইনের ফাঁক-ফোকরের কারণে ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে। কাজে আইনের যে ফাঁক- ফোকর আছে, সেটা সংশোধন করা জরুরি। এদিকে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকার বিভিন্ন স্থানে ধর্ষণবিরোধী ক্যাম্পেইন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সর্বশেষ খবর