শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইভিএমে প্রস্তুত নয় জনগণ : তাবিথ

নিজস্ব প্রতিবেদক

ইভিএমে প্রস্তুত নয় জনগণ : তাবিথ

ইলেকট্র্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে জনগণ এখনো প্রস্তুত নয়। তাই এই মেশিন ব্যবহার না করে ব্যালটে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। পাশাপাশি ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিনে নির্বাচন দেওয়ায় ক্ষুব্ধ হিন্দু ধর্মাবলম্বীদের মনের ক্ষোভ ভোটে প্রকাশ করবেন বলে মনে করেন তিনি।

গতকাল নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সকালে পান্থপথ বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন। এরপর গ্রিন রোড, আনন্দ সিনেমা হলের পাশ দিয়ে তেজগাঁও কলেজ, ইন্দিরা রোড, খামারবাড়ি, মনিপুরী পাড়া, আওলাদ হোসেন মার্কেট হয়ে আগারগাঁও এলজিইডি ভবন, ৬০ ফুট সড়ক ধরে পীরেরবাগ, রোকেয়া সরণি, তালতলা স্টাফ কোয়ার্টার, পানির ট্যাংকি রোড, শ্যামলী ১ নম্বর রোডে প্রচার চালান। শ্যামলী ২৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগের মাধ্যমে তাবিথের গতকালের কর্মসূচি শেষ হয়। সাংবাদিকদের তাবিথ আউয়াল বলেন, সব পরিস্থিতি বিবেচনায় ইভিএম ব্যবহার করতে জনগণ প্রস্তুত নয়। নির্বাচন কমিশন নিজেই স্বীকার করছে, তাদের প্রশিক্ষিত জনবল নেই, সেনাবাহিনী থেকে ধার করতে হচ্ছে। আমরা সবসময় বলে আসছি, আমরা প্রযুক্তির বিপক্ষে নই, আমরা পদ্ধতির বিরোধিতা করছি। নির্বাচন কমিশন যদি একতরফাভাবে ইভিএম ব্যবহার করতেই চায়, তাহলে অনেক আগেই উচিত ছিল জনগণকে প্রশিক্ষণ দেওয়ার, তাদের সচেতন করার। কিন্তু তাদের সে ব্যবস্থা নেওয়ার ইচ্ছা নেই।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বজলুল বাসিদ আঞ্জু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি গোলাম সরোয়ার, কমিশনার প্রার্থী আনোয়ারুজ্জামান আনোয়ার, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে আদাবর থানার উল্টো দিকে ডাস্টবিনে ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়ালের পোস্টার ছিঁড়ে স্তূপ করে রাখা হয়েছে। গতকাল সকালে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। মিরপুর ১২ নম্বর ওয়ার্ড বশির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম গেটে মাইকসহ রিকশা ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। আজ সকাল ১০টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু হবে। তাবিথ আউয়াল শ্যামলী শাহী মসজিদে জুমার নামাজ আদায় করবেন।

সর্বশেষ খবর