মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস নিয়ে অহেতুক আতঙ্ক নয়

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস নিয়ে অহেতুক আতঙ্ক নয়

করোনাভাইরাস নিয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নিয়ে কোনো বাড়তি ঘোষণার প্রয়োজন নেই, তাহলে সাধারণ মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক তৈরি হবে।

গতকালের মন্ত্রিসভা বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা ভাইরাসের বিষয়টি তুলে ধরে এ বিষয়ে কি কি ব্যবস্থা নেওয়া যায়- তার একটা নির্দেশনা চান প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তার বক্তব্য শুনে স্বাস্থ্যমন্ত্রীকে কিছু নির্দেশনা দেন। তিনি বলেছেন, করোনা ভাইরাস যেন কোনোভাবেই চীন থেকে বাংলাদেশে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এ জন্য সবাইকে আরও সতর্ক থাকতে হবে। করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভাগের যেসব প্রস্তুতি নিয়ে রাখা দরকার তার সবই যেন নিয়ে রাখা হয়। মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে আরও সতর্ক থাকতে হবে। চীন হয়ে যারা আসছেন তাদের বিশেষভাবে দেখাশোনা করতে হবে। তিনি বলেছেন, সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে এয়ারপোর্ট এবং পোর্টে স্পেশাল কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখতে হবে, যাতে আমাদের মধ্যে বিস্তার না ঘটতে পারে। চীন বা হংকং থেকে যেসব প্লেন আসবে সেগুলোতে বিশেষ নজর রাখতে হবে। চীনের সঙ্গে সরাসরি যোগাযোগ হয় এমন পোর্টে বিশেষ নজর রাখারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে আজ দুপুর দেড়টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস প্রেক্ষাপট, সচেতনতা ও করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর