মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিধি ভাঙছেন ক্ষমতাসীনরা

নিজস্ব প্রতিবেদক

বিধি ভাঙছেন ক্ষমতাসীনরা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা অহরহ আচরণবিধি ভাঙছেন। তাহলে সবার জন্য সমান সুযোগ থাকল কীভাবে? গতকাল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে বিএনপি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে আমীর খসরু বলেন, আমরা আচরণবিধি পরিপূর্ণভাবে মেনে চলছি। কিন্তু তারা (আওয়ামী লীগ) মানছে না। না মানা ও ভঙ্গ করার এই সংস্কৃতি ভোটের দিন পরিবর্তন হবে কী করে? এখানে লেভেল প্লেয়িং ফিল্ড কোথায়? ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সর্বত্র আওয়ামী লীগ প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের চিত্র তুলে ধরেন তিনি। কমিশনের কাছে তিনি বলেছেন, আওয়ামী লীগ প্রার্থীদের ১০০-এর বেশি নির্বাচনী ক্যাম্প রাস্তার ওপরে; সড়ক বিভাজকে রয়েছে অননুমোদিত সাইজের পোস্টার, ব্যানার, অবিরত মাইকিংসহ সব ধরনের বিধি ভঙ্গ চলছে। এর কোনো প্রতিকার নেই। মাঠে থাকার কথা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের, তারা নেই। বিএনপির এ নেতা জানান, কোনো আইন মানা হচ্ছে না। মারধর-হামলা হচ্ছে; গায়ে হাত তুলেছে, সেখানে কোনো মামলা হচ্ছে না। এটা কোন লেভেল প্লেয়িং ফিল্ড?- প্রশ্ন রাখেন তিনি। ভোটে লেভেল প্লেয়িং ফিল্ডের বিরাট অভাব। আমীর খসরু মাহমুদ জানান, নির্বাচন কমিশন আচরণবিধি প্রতিপালনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের অননুমোদিত ক্যাম্প ভেঙে দেওয়া হবে; পোস্টার, ব্যানার নামিয়ে ফেলার ব্যবস্থা নেবেন বলে আমাদের জানিয়েছেন। কয়েকটি পর্যবেক্ষক সংস্থা নিয়েও আপত্তি জানিয়েছেন এ বিএনপি নেতা। তিনি বলেন, সার্ক হিউম্যান রাইটস নামে সংস্থাটিসহ কয়েকটি সংস্থার কোনো ওয়েবসাইট নেই, ঠিকানা নেই। তারা ভোট ভালো হয়েছে একথাই বলবে। এর বাইরে কিছু বলবে না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর