সাইবার স্পেসে অপ্রতিরোধ্যভাবে চলছে উগ্র মতবাদের প্রচারণা। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, ব্লগ এবং মেসেঞ্জার অ্যাপস ব্যবহার করে অনেকটা অপ্রতিরোধ্যভাবে চলছে কয়েকটি জঙ্গি সংগঠনের প্রচার ও সম্প্রচার। সংগঠনগুলোর অনুসারীরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে ব্যবহার করছে নিজস্ব তৈরি অ্যাপস। আবার অনেক সংগঠন যোগাযোগের জন্য ব্যবহার করছে হাই সিকিউরেটেড অ্যাপস। র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ‘জঙ্গি সংগঠনগুলোর অনলাইনভিত্তিক তৎপরতা ঠেকাতে সাইবার স্পেসে নজরদারি বাড়ানো হয়েছে। জঙ্গি সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম ঠেকাতে র্যাবের বিশেষ ইউনিট নিরলসভাবে কাজ করছে।’ সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার শওকত আলী বলেন, ‘জঙ্গিদের দাওয়াতি কার্যক্রম ঠেকাতে অনলাইনে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। কারও অসঙ্গতিপূর্ণ আচরণ দেখলেই সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’ কাউন্টার টেররিজম ইউনিটের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর উলাইয়াহ বাংলাদেশ, আনসার উল্লাহ বাংলা টিম, নব্য জেএমবিসহ জঙ্গি সংগঠনগুলো সাধারণ দাওয়াতি কার্যক্রম পরিহার করে অনলাইনভিত্তিক কার্যক্রম চালাচ্ছে। এ দাওয়াতি কার্যক্রম সুনিপুণভাবে পরিচালনা করার জন্য রয়েছে আইটি বিশেষজ্ঞ টিম। তারা সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট, ব্লগ এবং বিভিন্ন সাইট ব্যবহার করে কৌশলে উগ্র মতবাদ প্রচার করছে। এ ছাড়া জঙ্গি সংগঠনের আইটি টিম উগ্র মতবাদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খোলে। এসব পেজে অনেকেই কমেন্ট ও লাইক দেন। যারা লাইক ও কমেন্ট দেন তাদের টার্গেট করেই চলে পরবর্তী দাওয়াতি কার্যক্রম। এরপর কৌশলে চলে তাদের মগজ ধোলাই। একপর্যায়ে টার্গেট জড়িয়ে পড়েন জঙ্গিবাদে। ডিসেম্বরের শুরুতে হিযবুত তাহ্রীর উলাইয়াহ বাংলাদেশের ১৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এরপর এ মামলার তদন্ত সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের কাছে ন্যস্ত করা হয়। কাউন্টার টেররিজম ইউনিটের জিজ্ঞাসাবাদে গ্রেফতার হিযবুত তাহ্রীর নেতা-কর্মীরা জানান, হিযবুত তাহ্রীরের কার্যক্রম চলছে অনেকটা অনলাইনকেন্দ্রিক। অনলাইনে চলছে তাদের সিংহভাগ দাওয়াতি কার্যক্রম। হিযবুত তাহ্রীরের পক্ষ থেকে অনলাইনে নিয়মিত সেমিনারেরও আয়োজন করা হয়। এমনকি নিজেদের মধ্যে যোগাযোগ করতে ব্যবহার করা হয় হাই সিকিউরেটেড অ্যাপস। অনলাইন মার্কেট থেকে এসব অ্যাপস সংগঠন কিনে দেয়। এ অ্যাপস দিয়েই নিজেরা যোগাযোগ করছে। যোগাযোগের জন্য তারা ব্যবহার করছে টেলিগ্রাম, থ্রিমার, সিগান্যাল, টুটকসহ নানা ধরনের মেসেঞ্জার অ্যাপস। সিএমপির কয়েকজন কর্মকর্তা বলেন, জঙ্গি সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে হাই সিকিউরেটেড অ্যাপস ব্যবহার করে। জঙ্গি সংগঠনগুলোর অনলাইন মার্কেট থেকে এসব অ্যাপস কিনে অনুসারীদের দেওয়া হয়। এসব অ্যাপস ব্যবহার করে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে।
শিরোনাম
- ভারতের রাজ্যসভার মনোনীত সাংসদের তালিকায় চার বিশিষ্ট নাগরিক
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
- ত্বকের ক্ষতি করতে পারে যেসব খাবার
- দেখার কেউ নেই শাবির অর্ধকোটি টাকার টেনিস কোর্ট
জঙ্গিরা ব্যবহার করছে বিশেষ অ্যাপস
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর