মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইংরেজির বাইরে চলচ্চিত্রের ইতিহাস অস্কারে

সেরা দক্ষিণ কোরিয়ার প্যারাসাইট

প্রতিদিন ডেস্ক

চলতি বছর বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘প্যারাসাইট’। সূত্র : রয়টার্স। একাডেমি অ্যাওয়ার্ডসের দীর্ঘ ইতিহাস ভেঙে এবারই প্রথম ইংরেজির বাইরে গিয়ে অন্য ভাষার কোনো চলচ্চিত্র সেরার সম্মাননা পেল। গত রবিবার রাত ৮টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অস্কারের ৯২তম আসরে প্রতি বছরের মতো ২৪টি বিভাগে দেওয়া হয়েছে এই পুরস্কার। ‘দ্য আইরিশম্যান’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’, ‘ফোর্ড ভার্সাস ফেরারি’, ‘জোজো র‌্যাবিট’, ‘জোকার’, ‘লিটল উইমেন’, ‘ম্যারেজ স্টোর’র মতো চলচ্চিত্র এবারের অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগের মনোনয়ন তালিকায় থাকলেও সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘প্যারাসাইট’। সেরা চলচ্চিত্রই নয় শুধু, সবাইকে চমকে এই ছবি দিয়ে সেরা পরিচালকের খেতাব জিতে নিয়েছেন বং জুন-হো। এছাড়া সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগে পুরস্কার নিয়ে অস্কারের ইতিহাসে স্মরণীয় হয়েছে এই ‘প্যারাসাইট’।

সর্বশেষ খবর