শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
মোদির ঢাকা সফর

শ্রিংলা আসছেন ১ মার্চ

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ১ মার্চ ঢাকা সফরে যাচ্ছেন। এটাই তার প্রথম বিদেশ সফর। দুই দিনের সফর শেষে ২ মার্চ তিনি ঢাকা ত্যাগ করবেন। তার সফরের মূল উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরসূচি চূড়ান্তকরণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসবে যোগদানের জন্য নরেন্দ্র মোদি ১৬ মার্চ ঢাকা পৌঁছবেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হবেন।

শ্রিংলা আগে ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন। সে সময় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তিনি বেশ কিছু উদ্যোগ নেন। ওই উদ্যোগের যেসব অংশ বাস্তবায়ন সম্পন্ন হয়নি, সেগুলো তিনি পররাষ্ট্র সচিব থাকাকালে যাতে সম্পন্ন হয় সে চেষ্টাই করবেন বলে আভাস দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর