চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরী ফোন করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনকে। গতকাল দুপুরে ফোন করে তিনি এ নির্বাচনে নাছিরের সহায়তা চান। জবাবে আ জ ম নাছির বলেন, পূর্ণ সমর্থন ও সহায়তা থাকবে। দলীয় প্রার্থীকে জয়ী করতে যেভাবে কাজ করার দরকার আমি তা করব। এ সময় তারা নির্বাচনের বিভিন্ন কৌশল নিয়েও কথা বলেন। আ জ ম নাছির ও রেজাউল করিম চৌধুরী দুজনেই ঢাকায় অবস্থান করছেন। আজ নাছিরের চট্টগ্রাম যাওয়ার কথা। রেজাউল করিম চট্টগ্রাম যাবেন আগামীকাল। জানা গেছে, চট্টগ্রামের রাজনীতিতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে তুমুল আলোচনা চলছে। রেজাউল করিম চৌধুরী ১৯ জনকে ডিঙিয়ে মনোনয়ন পাবেন এ ভাবনা কারও ছিল না। দলের মনোনয়নের জন্য ঢাকায় বিভিন্ন প্রার্থীর পক্ষে তৎপরতায় অনেকে রেজাউল করিমকে হিসাবেই আনেননি। কিন্তু শেষ পর্যন্ত তিনিই নৌকার মাঝির দায়িত্ব নিলেন। এদিকে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। দলের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে নৌকার প্রার্থীকে জয়ী করতে কাজ করে যাব। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, এখনো করব। তিনি আরও বলেন, আমি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। আসন্ন সিটি নির্বাচনে আমি আবারও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। আমি যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি, তা আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সেই দায়িত্বভার অর্পণ করেছিলেন এবং মেয়র হিসেবেও উনি আমাকে মনোনীত করেছিলেন ও সমর্থন দিয়েছিলেন। পরবর্তীতে আমি নির্বাচিত হই। এরপর আমি গত সাড়ে ৪ বছর সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, দলীয় সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা যে সিদ্ধান্ত দিয়েছেন সবকিছু বিবেচনা করেই দিয়েছেন এবং তার এই সিদ্ধান্তকে শিরোধার্য। এখন চট্টগ্রামের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার পক্ষ থেকে আমার যে সাংগঠনিক দায়িত্ব সে দায়িত্বটা একেবারে শতভাগ ও আন্তরিকতার সঙ্গে পালন করে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করব। সব শেষে দলীয় নেতা-কর্মী, শুভাকাক্সক্ষী ও অনুসারীদের উদ্দেশ্যে মেয়র নাছির বলেন, আপনাদের যার যার অবস্থান থেকে সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য যেভাবে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক একইভাবে আবারও মাঠে ঝাঁপিয়ে পড়বেন।
শিরোনাম
- এমপি হলেও আছি, না হলেও আপনাদের পাশে আছি : শামীম
- অস্ট্রেলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- রাজধানীতে আওয়ামী লীগের আরও ৩৪ নেতাকর্মী গ্রেফতার
- সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : মির্জা ফখরুল
- বাংলাদেশকে ২৫ মিলিয়ন ক্রোন সহায়তার ঘোষণা ডেনমার্কের
- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে মতবিনিময় সভা
- হ্যান্ডসেটের শুল্ক কমানো, বাজারে থাকা ফোন বৈধ করতে চায় বিটিআরসি
- দলে জায়গা হারালেন হাসান নওয়াজ
- কেরানীগঞ্জে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত
- ইরানে দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু
- মাঠ পর্যায়ে এনআইডির বয়স সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে
- লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সার জয়, হোঁচট রিয়ালের
- জাহানারার অভিযোগে স্বাধীন তদন্ত কমিটি চাইলেন তামিম
- নবজাতকদের এনআইসিইউতে প্রাণঘাতী ‘ফাঙ্গাল সুপারবাগ’র বিস্তারে উদ্বেগ
- ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা
- গ্র্যামির মনোনয়ন থেকে বাদ টেইলর সুইফট
- মার্কিন সরকারে শাটডাউন, একদিনে বাতিল ৩ হাজার ৩০০ ফ্লাইট
- সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
সহায়তার আশ্বাস নাছিরের হঠাৎ রেজাউলের ফোন
চমকের রাজনীতি চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর