চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরী ফোন করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনকে। গতকাল দুপুরে ফোন করে তিনি এ নির্বাচনে নাছিরের সহায়তা চান। জবাবে আ জ ম নাছির বলেন, পূর্ণ সমর্থন ও সহায়তা থাকবে। দলীয় প্রার্থীকে জয়ী করতে যেভাবে কাজ করার দরকার আমি তা করব। এ সময় তারা নির্বাচনের বিভিন্ন কৌশল নিয়েও কথা বলেন। আ জ ম নাছির ও রেজাউল করিম চৌধুরী দুজনেই ঢাকায় অবস্থান করছেন। আজ নাছিরের চট্টগ্রাম যাওয়ার কথা। রেজাউল করিম চট্টগ্রাম যাবেন আগামীকাল। জানা গেছে, চট্টগ্রামের রাজনীতিতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে তুমুল আলোচনা চলছে। রেজাউল করিম চৌধুরী ১৯ জনকে ডিঙিয়ে মনোনয়ন পাবেন এ ভাবনা কারও ছিল না। দলের মনোনয়নের জন্য ঢাকায় বিভিন্ন প্রার্থীর পক্ষে তৎপরতায় অনেকে রেজাউল করিমকে হিসাবেই আনেননি। কিন্তু শেষ পর্যন্ত তিনিই নৌকার মাঝির দায়িত্ব নিলেন। এদিকে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। দলের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে নৌকার প্রার্থীকে জয়ী করতে কাজ করে যাব। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, এখনো করব। তিনি আরও বলেন, আমি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। আসন্ন সিটি নির্বাচনে আমি আবারও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। আমি যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি, তা আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সেই দায়িত্বভার অর্পণ করেছিলেন এবং মেয়র হিসেবেও উনি আমাকে মনোনীত করেছিলেন ও সমর্থন দিয়েছিলেন। পরবর্তীতে আমি নির্বাচিত হই। এরপর আমি গত সাড়ে ৪ বছর সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, দলীয় সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা যে সিদ্ধান্ত দিয়েছেন সবকিছু বিবেচনা করেই দিয়েছেন এবং তার এই সিদ্ধান্তকে শিরোধার্য। এখন চট্টগ্রামের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার পক্ষ থেকে আমার যে সাংগঠনিক দায়িত্ব সে দায়িত্বটা একেবারে শতভাগ ও আন্তরিকতার সঙ্গে পালন করে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করব। সব শেষে দলীয় নেতা-কর্মী, শুভাকাক্সক্ষী ও অনুসারীদের উদ্দেশ্যে মেয়র নাছির বলেন, আপনাদের যার যার অবস্থান থেকে সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য যেভাবে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক একইভাবে আবারও মাঠে ঝাঁপিয়ে পড়বেন।
শিরোনাম
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা