চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরী ফোন করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনকে। গতকাল দুপুরে ফোন করে তিনি এ নির্বাচনে নাছিরের সহায়তা চান। জবাবে আ জ ম নাছির বলেন, পূর্ণ সমর্থন ও সহায়তা থাকবে। দলীয় প্রার্থীকে জয়ী করতে যেভাবে কাজ করার দরকার আমি তা করব। এ সময় তারা নির্বাচনের বিভিন্ন কৌশল নিয়েও কথা বলেন। আ জ ম নাছির ও রেজাউল করিম চৌধুরী দুজনেই ঢাকায় অবস্থান করছেন। আজ নাছিরের চট্টগ্রাম যাওয়ার কথা। রেজাউল করিম চট্টগ্রাম যাবেন আগামীকাল। জানা গেছে, চট্টগ্রামের রাজনীতিতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে তুমুল আলোচনা চলছে। রেজাউল করিম চৌধুরী ১৯ জনকে ডিঙিয়ে মনোনয়ন পাবেন এ ভাবনা কারও ছিল না। দলের মনোনয়নের জন্য ঢাকায় বিভিন্ন প্রার্থীর পক্ষে তৎপরতায় অনেকে রেজাউল করিমকে হিসাবেই আনেননি। কিন্তু শেষ পর্যন্ত তিনিই নৌকার মাঝির দায়িত্ব নিলেন। এদিকে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। দলের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে নৌকার প্রার্থীকে জয়ী করতে কাজ করে যাব। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, এখনো করব। তিনি আরও বলেন, আমি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। আসন্ন সিটি নির্বাচনে আমি আবারও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। আমি যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি, তা আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সেই দায়িত্বভার অর্পণ করেছিলেন এবং মেয়র হিসেবেও উনি আমাকে মনোনীত করেছিলেন ও সমর্থন দিয়েছিলেন। পরবর্তীতে আমি নির্বাচিত হই। এরপর আমি গত সাড়ে ৪ বছর সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, দলীয় সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা যে সিদ্ধান্ত দিয়েছেন সবকিছু বিবেচনা করেই দিয়েছেন এবং তার এই সিদ্ধান্তকে শিরোধার্য। এখন চট্টগ্রামের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার পক্ষ থেকে আমার যে সাংগঠনিক দায়িত্ব সে দায়িত্বটা একেবারে শতভাগ ও আন্তরিকতার সঙ্গে পালন করে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করব। সব শেষে দলীয় নেতা-কর্মী, শুভাকাক্সক্ষী ও অনুসারীদের উদ্দেশ্যে মেয়র নাছির বলেন, আপনাদের যার যার অবস্থান থেকে সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য যেভাবে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক একইভাবে আবারও মাঠে ঝাঁপিয়ে পড়বেন।
শিরোনাম
- পালিয়েছেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
- বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
- দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি
- মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিসরে পাঠাল ইসরায়েল
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৫
- নেতানিয়াহুকে দুর্নীতি থেকে দায়মুক্তির আহ্বান ট্রাম্পের
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিরিরবন্দরে পরিচ্ছন্নতা কার্যক্রম
- জাবিতে র্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
সহায়তার আশ্বাস নাছিরের হঠাৎ রেজাউলের ফোন
চমকের রাজনীতি চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম