চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরী ফোন করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনকে। গতকাল দুপুরে ফোন করে তিনি এ নির্বাচনে নাছিরের সহায়তা চান। জবাবে আ জ ম নাছির বলেন, পূর্ণ সমর্থন ও সহায়তা থাকবে। দলীয় প্রার্থীকে জয়ী করতে যেভাবে কাজ করার দরকার আমি তা করব। এ সময় তারা নির্বাচনের বিভিন্ন কৌশল নিয়েও কথা বলেন। আ জ ম নাছির ও রেজাউল করিম চৌধুরী দুজনেই ঢাকায় অবস্থান করছেন। আজ নাছিরের চট্টগ্রাম যাওয়ার কথা। রেজাউল করিম চট্টগ্রাম যাবেন আগামীকাল। জানা গেছে, চট্টগ্রামের রাজনীতিতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে তুমুল আলোচনা চলছে। রেজাউল করিম চৌধুরী ১৯ জনকে ডিঙিয়ে মনোনয়ন পাবেন এ ভাবনা কারও ছিল না। দলের মনোনয়নের জন্য ঢাকায় বিভিন্ন প্রার্থীর পক্ষে তৎপরতায় অনেকে রেজাউল করিমকে হিসাবেই আনেননি। কিন্তু শেষ পর্যন্ত তিনিই নৌকার মাঝির দায়িত্ব নিলেন। এদিকে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। দলের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে নৌকার প্রার্থীকে জয়ী করতে কাজ করে যাব। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, এখনো করব। তিনি আরও বলেন, আমি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। আসন্ন সিটি নির্বাচনে আমি আবারও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। আমি যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি, তা আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সেই দায়িত্বভার অর্পণ করেছিলেন এবং মেয়র হিসেবেও উনি আমাকে মনোনীত করেছিলেন ও সমর্থন দিয়েছিলেন। পরবর্তীতে আমি নির্বাচিত হই। এরপর আমি গত সাড়ে ৪ বছর সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, দলীয় সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা যে সিদ্ধান্ত দিয়েছেন সবকিছু বিবেচনা করেই দিয়েছেন এবং তার এই সিদ্ধান্তকে শিরোধার্য। এখন চট্টগ্রামের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার পক্ষ থেকে আমার যে সাংগঠনিক দায়িত্ব সে দায়িত্বটা একেবারে শতভাগ ও আন্তরিকতার সঙ্গে পালন করে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করব। সব শেষে দলীয় নেতা-কর্মী, শুভাকাক্সক্ষী ও অনুসারীদের উদ্দেশ্যে মেয়র নাছির বলেন, আপনাদের যার যার অবস্থান থেকে সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য যেভাবে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক একইভাবে আবারও মাঠে ঝাঁপিয়ে পড়বেন।
শিরোনাম
- ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়নপত্র কিনলেন তাসনিম জারা
- ৫০০ কোটি পাউন্ডের বিটকয়েন নিয়ে যুক্তরাজ্যে গিয়ে বিপাকে চীনা নারী!
- ১৩ নভেম্বর কী হবে, উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী : জিল্লুর রহমান
- ভারত ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের
- সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর
- টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ব্যাচেলর দিবস আজ
- দিল্লি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে: অমিত শাহ
- ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- সিলেট টেস্ট : অভিষেক হওয়া কে এই হাসান মুরাদ?
- রাজধানীতে ককটেল বিস্ফোরণ করা যুবককে গণপিটুনি
- আবার ঢাকায় আসছেন অনুভ জৈন
- দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
- ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার
- আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি
- রাজধানীর যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
- সংকটে সক্ষমতা হারাচ্ছেন করদাতারা
- জটিল ঘূর্ণিপাকে রাজনীতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ নভেম্বর)
সহায়তার আশ্বাস নাছিরের হঠাৎ রেজাউলের ফোন
চমকের রাজনীতি চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর