চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরী ফোন করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনকে। গতকাল দুপুরে ফোন করে তিনি এ নির্বাচনে নাছিরের সহায়তা চান। জবাবে আ জ ম নাছির বলেন, পূর্ণ সমর্থন ও সহায়তা থাকবে। দলীয় প্রার্থীকে জয়ী করতে যেভাবে কাজ করার দরকার আমি তা করব। এ সময় তারা নির্বাচনের বিভিন্ন কৌশল নিয়েও কথা বলেন। আ জ ম নাছির ও রেজাউল করিম চৌধুরী দুজনেই ঢাকায় অবস্থান করছেন। আজ নাছিরের চট্টগ্রাম যাওয়ার কথা। রেজাউল করিম চট্টগ্রাম যাবেন আগামীকাল। জানা গেছে, চট্টগ্রামের রাজনীতিতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে তুমুল আলোচনা চলছে। রেজাউল করিম চৌধুরী ১৯ জনকে ডিঙিয়ে মনোনয়ন পাবেন এ ভাবনা কারও ছিল না। দলের মনোনয়নের জন্য ঢাকায় বিভিন্ন প্রার্থীর পক্ষে তৎপরতায় অনেকে রেজাউল করিমকে হিসাবেই আনেননি। কিন্তু শেষ পর্যন্ত তিনিই নৌকার মাঝির দায়িত্ব নিলেন। এদিকে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। দলের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে নৌকার প্রার্থীকে জয়ী করতে কাজ করে যাব। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, এখনো করব। তিনি আরও বলেন, আমি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। আসন্ন সিটি নির্বাচনে আমি আবারও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। আমি যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি, তা আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সেই দায়িত্বভার অর্পণ করেছিলেন এবং মেয়র হিসেবেও উনি আমাকে মনোনীত করেছিলেন ও সমর্থন দিয়েছিলেন। পরবর্তীতে আমি নির্বাচিত হই। এরপর আমি গত সাড়ে ৪ বছর সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, দলীয় সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা যে সিদ্ধান্ত দিয়েছেন সবকিছু বিবেচনা করেই দিয়েছেন এবং তার এই সিদ্ধান্তকে শিরোধার্য। এখন চট্টগ্রামের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার পক্ষ থেকে আমার যে সাংগঠনিক দায়িত্ব সে দায়িত্বটা একেবারে শতভাগ ও আন্তরিকতার সঙ্গে পালন করে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করব। সব শেষে দলীয় নেতা-কর্মী, শুভাকাক্সক্ষী ও অনুসারীদের উদ্দেশ্যে মেয়র নাছির বলেন, আপনাদের যার যার অবস্থান থেকে সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য যেভাবে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক একইভাবে আবারও মাঠে ঝাঁপিয়ে পড়বেন।
শিরোনাম
- ‘১৮৫ পোশাক কারখানা বন্ধ, হাজারো শ্রমিক বেকার’
- সোনারগাঁয়ে গণধর্ষণসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
- বর্ণাঢ্য আয়োজনে বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার
- বরিশাল মেডিকেলে দুটি ল্যাব ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন
- ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা
- বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় প্রতারণার মাধ্যমে ২৭ লাখ টাকা আত্মসাত, যুবক গ্রেপ্তার
- এ বছর ফিল্মফেয়ার জিতলেন যারা
- রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
- চার শীর্ষ ধনীর হাতে এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চার মাধ্যম
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত
- শেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- নরসিংদীতে সিসা তৈরির কারখানায় আগুনে দগ্ধ ৭ শ্রমিক
- পরিবহন ধর্মঘটে অচল নেত্রকোনা, চরম দুর্ভোগে যাত্রীরা
- ইশরাকের সাথে বিয়ে কবে? ফেসবুক পোস্টে জানালেন নুসরাত নিজেই
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : আহমদ তৈয়্যব
- পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখলের দাবি তালেবানের
- লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সহায়তার আশ্বাস নাছিরের হঠাৎ রেজাউলের ফোন
চমকের রাজনীতি চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর