বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষে যেন চাঁদাবাজির দোকান না খুলি

নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষে যেন চাঁদাবাজির দোকান না খুলি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত। নতুন করে তাঁকে প্রতিষ্ঠা করার কিছু নেই। তাঁর জন্মশতবার্ষিকী উদযাপন করতে গিয়ে আমরা চাঁদাবাজির দোকান যেন না খুলি। চাঁদাবাজির দোকান আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। মুজিববর্ষ উদযাপনের নামে কেউ বাড়াবাড়ি করবেন না। বঙ্গবন্ধুর ইমেজবিরোধী কোনো কাজ করা যাবে না। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ ঢাকা বিভাগের সব সংগঠনের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যদের বিশেষ যৌথ সভায় তিনি এ কথা বলেন। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ইভিএমে কারচুপি বা জালিয়াতির কোনো সুযোগ ছিল না। যদি এরকম সুযোগ থাকত তাহলে নির্বাচনে ভোটের পার্সেন্টিজ বেশি হতো বা অস্থিতিশীলতা হতো। তিনি বলেন, পরিবহন সংকট, এসএসসি পরীক্ষা থাকায় অনেকেই গ্রামের বাড়িতে কাটিয়েছেন।

 সে কারণে ভোটার কম উপস্থিত হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, এখানে অস্বীকার করার কোনো উপায় নেই যে, আমাদের সাংগঠনিক দুর্বলতা অনেক। এ নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সাংগঠনিক দুর্বলতাও ভোটারদের উপস্থিতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই গ্যাপ আমাদের পূরণ করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে বারবার আপনাদের প্রশ্নের জবাব দেব সেই সময় আমাদের নেই। এ নিয়ে অনেক কথা হয়েছে। এ প্রশ্ন দয়া করে আর করবেন না। যৌথ সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল মুহম্মদ ফারুক খান (অব.), আবদুর রহমান, মো. শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আনিসুর রহমান, সানজিদা খানম, ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি আবু আহম্মেদ মোহাম্মদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর