শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজনৈতিক কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না

রাজনৈতিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সাজা’ হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, রাজনৈতিক কারণেই তার জামিন হচ্ছে না। এটা বুঝতে কারও বাকি নেই। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত  ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক প্রমুখ। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আইনে আছে যদি কোনো আসামি নারী হন এবং তিনি যদি অসুস্থ ও বয়স্ক হন, তাকে জামিন দিতে হবে। অথচ আদালত মানবিক কারণেও তাকে মুক্তি দিতে রাজি নয়। তিনি গুরুতর অসুস্থ। কারাবন্দিত্বের ২ বছরে তার শরীরের আর কিছু বাকি নেই। আমি আদালতকে স্মরণ করিয়ে দিলাম, যদি কোনো অঘটন ঘটে তার বিচার করবে কে? এর দায়িত কে নেবে? সরকারকেই নিতে হবে এই দায়িত্ব। সাবেক এই আইনমন্ত্রী বলেন, দেশে কোনো রাজনীতি নেই। যে রাজনীতি আছে, তা অপরাজনীতি। এই রাজনীতি একদলীয়। আর এ কারণে দেশের মানুষের আশা-আকাক্সক্ষার কোনো প্রতিফলন হচ্ছে না। আজ এ জন্যই সরকার জনগণ ও সাধারণ মানুষ থেকে সত্যিকার অর্থে বিচ্ছিন্ন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর