সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে ক্রিকেটার মাশরাফি খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন। অধিনায়ক মাশরাফির বিদায়ে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। গতকাল পরিচালনা পর্ষদের সভায় মাশরাফির উত্তরসূরি হিসেবে তামিম ইকবালকে নির্বাচিত করেছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন। তামিম এর আগেও টাইগারদের নেতৃত্ব দিয়েছেন। গত জুলাইয়ে মাশরাফির বিশ্রামের সুযোগে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন দেশের সেরা ওয়ানডে ব্যাটসম্যান। তামিম দেশের ১৪ নম্বর ওয়ানডে অধিনায়ক। তামিমকে দীর্ঘমেয়াদের জন্য অধিনায়ক বানানো হয়েছে বলেন বিসিবি সভাপতি। আমাদের হাতে কয়েকটি নাম ছিল। তামিম সেরা অপশন। তাকে দীর্ঘমেয়াদের জন্য অধিনায়ক বানানো হয়েছে। গতকাল দিনভর আলোচনার কেন্দ্রে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবাই ধরে নিয়েছিলেন মাশরাফির উত্তরসূরি হিসেবে টাইগারদের ওয়ানডে ক্যাটাগরির দায়িত্ব তুলে দেওয়া হবে মাহমুদুল্লাহর হাতে। আলোচনায় ছিলেন তামিম ও মুশফিকুর রহিমও। কিন্তু অল্প কয়েকদিনের জন্য নেতৃত্ব নিতে রাজি হননি মাহমুদুল্লাহ ও মুশফিক। দুজনেই দীর্ঘসময়ের জন্য নেতৃত্ব চেয়েছিলেন। কিন্তু বিসিবি সেটা চাইছে না। কারণ, বিসিবির পরিকল্পনায় দীর্ঘমেয়াদি অধিনায়ক সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব। তখনই তার হাতে টেস্ট, টি-২০-এর সঙ্গে ওয়ানডের নেতৃত্বও তুলে দিতে চাইছে বিসিবি।

সর্বশেষ খবর