সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

গণতন্ত্র না ফিরলে নারী অধিকার ফিরবে না

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র না ফিরলে নারী অধিকার ফিরবে না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরে না আসলে নারীদের অধিকার ফিরে পাওয়া যাবে না। আর বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে না। নারীর অধিকারও প্রতিষ্ঠা হবে না। তাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি করেছেন তা হলো- নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালিটি নয়াপল্টন থেকে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও শুরু স্থলে গিয়ে শেষ হয়। মহিলা দলের নেতা-কর্মীদের প্রতি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসে শুধু আপনাদের অধিকার আদায়ের জন্য নয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করতে হবে।

গণতন্ত্র যদি না থাকে তাহলে নারীর অধিকার থাকবে না। বাংলাদেশে সেটিই প্রমাণিত হচ্ছে।

সর্বশেষ খবর