শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

টিভি চ্যানেল মনিটরিংয়ে ১৫ কর্মকর্তা, আদেশ জারির পর বাতিল

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব বন্ধে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে মনিটরিংয়ের বিষয়ে তথ্য মন্ত্রণালয় প্রথমে একটি প্রজ্ঞাপন জারি করলেও পরে সেটি বাতিল করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

গতকাল নতুন এক প্রজ্ঞাপনে তথ্য মন্ত্রণালয় বলেছে, (আগের) জারিকৃত পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশে বাতিল করা হলো। তবে আগের আদেশটি বাতিল হলেও বেসরকারি টেলিভিশন মনিটরিংয়ের জন্য গঠিত সেলের কার্যক্রম বাতিল করা হয়নি। বরং ওই সেলের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় নতুন প্রজ্ঞাপনে। নতুন প্রজ্ঞাপনে তথ্য মন্ত্রণালয় বলছে, করোনাভাইরাসের বিষয়ে কোনো গুজব বা ভুল তথ্য প্রচারিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রচারমাধ্যমকে সহায়তা করার জন্য তাদের এই সেলটি গঠন করা হয়।  এর আগে করোনাভাইরাস নিয়ে বেসরকারি টেলিভিশনগুলোতে অপপ্রচার কিংবা গুজব ছড়ানো হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছিল, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনাভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত করলে তা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করবেন। আগের প্রজ্ঞাপনে দেশের ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নামও উল্লেখ করা ছিল।

সর্বশেষ খবর