শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

ছাপা সংবাদপত্র করোনাভাইরাস ছড়ায় না

প্রতিদিন ডেস্ক

ছাপা সংবাদপত্র করোনাভাইরাস ছড়ায় না

ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) নির্বাহী পরিচালক এবং সিইও আর্ল জে. উইলকিনসন বলেছেন, ছাপা পত্র-পত্রিকা থেকে ‘কভিড-১৯’ নামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা শূন্য। তিনি জানান, বিশ্বের সেরা চিকিৎসক ও বিজ্ঞানীদের মতে, ছাপা সংবাদপত্র, সাময়িকী, ছাপা চিঠি কিংবা ছাপা প্যাকেট থেকে কভিড-১৯ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কোনো ঘটনা ঘটেনি। উইলকিনসন ২৩ মার্চ এক ব্লগ পোস্টে ‘জিরো ইনসিডেন্স অব কভিড নাইনটিন ট্রান্সমিশন ফ্রম প্রিন্ট সার্ফেসেস’ শীর্ষক এক দীর্ঘ নিবন্ধে এই তথ্য জানান। বিশ্বের ৭০টিরও বেশি সেরা নিউজ মিডিয়া কোম্পানির হাজারের বেশি নির্বাহীর সমন্বয়ে গঠিত ‘ইনমা’। ইনমার নির্বাহী পরিচালক তার নিবন্ধে আরও লিখেছেন, সাম্প্রতিক সময়ে ইনমার কাছে সংবাদপত্র থেকে করোনাভাইরাস ছড়ানোর বিষয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে। এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত নির্দেশনা উল্লেখ করেছি।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে করোনাভাইরাস সম্পর্কিত নির্দেশনায় জানিয়েছে, ছাপা প্যাকেট বা এ জাতীয় দ্রব্য থেকে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা খুবই কম, নেই বললেই চলে।

সর্বশেষ খবর