স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাস্তাঘাটে যারা বের হচ্ছেন তাদের বলব আপনারা অহেতুক রাস্তাঘাটে বের হবেন না। আপনারা অহেতুক ভিড় করবেন না, অহেতুক জনসমাগম সৃষ্টি করবেন না। করোনাভাইরাস নিয়ে জনগণ সচেতন থাকলে ইউরোপের মতো পরিস্থিতি বাংলাদেশে হবে না। গতকাল রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অহেতুক জনসমাগম যাতে না হয় সেজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। তারা সে অনুযায়ী জনগণকে উদ্বুদ্ধ করছে। যারা যেখানে আছেন, তারা সেখান থেকে করোনার বিরুদ্ধে কাজ করে যান। সবাই যার যার বাসায় অবস্থান করুন, যেটা সরকার ঘোষণা করেছে। সবাইকে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেকে পরিষ্কার রাখুন। হাত ধোয়া তো আমাদের ইমানি অঙ্গ। সে হিসেবে আপনারা হাত ধুবেন। বের হওয়ার সময় মাস্ক পরে বের হবেন এবং কিছু করতে হলে হাতে গ্লাভস পরে করুন। সেই সঙ্গে সামাজিক দূরত্ব যেটা একজন থেকে আরেকজনের যেটুকু দূরত্বে থাকা দরকার সেটা বজায় রাখবেন। মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ২৪ ঘণ্টার সেল খোলা রয়েছে। এর মাধ্যমে কোথায় কি হচ্ছে সে সবের খোঁজ খবর রাখছি এবং আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। ফাঁকা ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফাঁকা ঢাকায় যাতে কোনো চুরি ডাকাতি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী চোখ-কান খোলা রেখে কাজ করছেন।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
জনগণ সচেতন হলে ইউরোপের পরিস্থিতি হবে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর