রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা

বায়ুবাহিত রোগ নয় করোনা

প্রতিদিন ডেস্ক

করোনা বায়ুবাহিত রোগ নয়। মানুষের নিঃশ্বাস, হাঁচি-কাশিতেই এটি একজন থেকে অপরজনের দেহে সংক্রমিত হয়। এর আগে যদিও বলা হয়েছিল, বাতাসে এ জীবাণু প্রায় ১১ ঘণ্টা বেঁচে থাকতে পারে। কিন্তু বর্তমান সমীক্ষা বলছে, তিন ঘণ্টার বেশি কোনো মতেই এ জীবাণু বেঁচে থাকতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ গবেষণায় এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সংস্থাটি এ গবেষণা রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে লেখা হয়েছে, সারা বিশ্বের নিরিখেই তারা এ গবেষণাটি চালিয়েছিলেন। স্পেন, ইতালি, চীন প্রভৃতি জায়গায় আক্রান্ত মানুষের ওপর গবেষণা চালিয়ে কোনোভাবেই তারা এ রোগকে বায়ুবাহিত বলতে পারেননি। কোনোরকম যোগসূত্রও খুঁজে পাননি। খুব ক্লোজ কনট্যাক্ট থেকেই এ রোগ বেশি ছড়ায়। এ জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। পরামর্শ দেওয়া হচ্ছে, হাঁচি-কাশির সময় অবশ্যই মুখ ঢাকুন। অন্যের সঙ্গে যতটা সম্ভব কম কথা বলুন। এ ভাইরাস সর্দিজ্বরের সঙ্গে আঘাত হানে শ্বাসযন্ত্রে। যে কারণেই তীব্র শ্বাসকষ্ট এ রোগের অন্যতম উপসর্গ। এমনকি খাবারের বাটি বা হাতে কোনো পাত্র ধরা আছে এমন অবস্থায় হাঁচি দেবেন না। কারণ ওই পাত্র থেকেও জীবাণু ছড়াতে পারে। রিপোর্টে বলা হয়েছে, সংক্রমণ আগের থেকে অনেকটাই কমে এসেছে ইতালিতে। তবে বিশ্বের পরিস্থিতি এখন খুবই কঠিন। সবচেয়ে করুণ অবস্থা ইউরোপে। সেখানে মৃত্যুর সংখ্যাও বেশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর