শিরোনাম
রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশকে ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের সংকট মোকাবিলায় বাংলাদেশকে জরুরিভিত্তিতে ১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৬০ কোটি টাকা। গতকাল  বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) সারাবিশ্বে মহামারী রূপ নিয়েছে। উন্নত দেশগুলোও এই মহামারী মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে মহামারী প্রতিরোধ, শনাক্তকরণ এবং প্রতিক্রিয়া জানাতে এবং জনস্বাস্থ্যের জরুরি অবস্থা মোকাবিলায় এই অর্থায়নের অনুমোদন দিয়েছে সংস্থাটি। করোনাভাইরাসের মহামারী প্রস্তুতি শীর্ষক প্রকল্পটির মাধ্যমে এই অনুমোদন। করোনায় সন্দেহভাজন নিশ্চিত, কেস শনাক্তকরণ, চিকিৎসা পরিচালনা এবং বাংলাদেশের স্বাস্থ্য সুবিধা বাড়বে। স্বাস্থ্য সুবিধা এবং পরীক্ষাগারগুলোকে উন্নত করতে সহায়তা করা হবে। করোনা সংক্রমণ, ঝুঁকিপূর্ণ জনসংখ্যা ও জরুরি চিকিৎসার পাশাপাশি সরকারি-বেসরকারি পরিষেবা নিশ্চিত করা হবে। চিকিৎসা ও পরীক্ষার সুবিধা এবং জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় আক্রান্ত ব্যক্তিদের উপকৃত করবে। এ প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন বলেন, করোনাভাইরাসের প্রসারের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এই প্রকল্পটি মহামারীর প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।

সর্বশেষ খবর