প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় আবারও ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) মাস্ক দিল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল সকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে তার দফতরে এবার ৫০ হাজার মাস্ক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, আবদুল বাতেন, মফিজ উদ্দীন আহমেদ, সালেহ মোহাম্মদ তানভীর, যুগ্মকমিশনার শাহ মিজান শাফিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের এমন সংকটকালে বসুন্ধরা গ্রুপের এমন অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময়ই পুলিশের সঙ্গে এবং ভালো কাজের সঙ্গে ছিল। আমার প্রত্যাশা, দেশের এই ক্রান্তিলগ্নে অন্যান্য শিল্প গ্রুপও এগিয়ে আসবে। মাস্ক হস্তান্তরপর্ব শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান উপস্থিত সাংবাদিকদের বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় মানুষের কল্যাণে কাজ করছে। করোনাভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে আমরা অন্য সময়ের মতোই দেশ ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, যারা পুলিশ বাহিনীতে কাজ করেন, তারা যদি সেইফ না থাকেন তাহলে আমরা কেউ সেইফ থাকব না। তাদের সেইফটির জন্যই আমাদের এ উদ্যোগ। বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই অবদান রেখে আসছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করছে এ শিল্প গ্রুপ। সম্প্রতি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরকে ১ হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। শনিবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি। গত রবিবার নৌবাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী দেয় বসুন্ধরা গ্রুপ। পরদিন গত সোমবার এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদের কাছে ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক (১ হাজার ৪০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করে বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্যসহায়তাও দেওয়া হয়েছে।
শিরোনাম
- হোটেল থেকে জায়নামাজ চুরি করলেন পাকিস্তানি অভিনেত্রী
- মাঠে ঝাঁপিয়ে ক্যাচ, তারপরই আইসিইউতে শ্রেয়াস আইয়ার
- দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে : অন্তর্বর্তী সরকার
- ৪ ঘণ্টায় বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৫১৫
- ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
- মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট
- দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে
- যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা 'ডট'
- ডিবি পরিচয়ে প্রেমের সম্পর্ক, কফিতে ওষুধ মিশিয়ে নারীর মোবাইল-স্বর্ণালঙ্কার লুট
- কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
- লাখ লাখ টাকা নিয়ে ‘উড়ে গেল’ উড়াও বাংলাদেশ!
- দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত
- ইডেন ছাত্রলীগের সভাপতি রিভার জামিন নামঞ্জুর
- অজি নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি, ভারতীয় মন্ত্রীর মন্তব্যে তোলপাড়
- নতুন করে ২৭৯৪ জনবল চায় সিআইডি
- দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দুয়ারে ক্রিমার
- অর্থ পাচারে সহায়তার অভিযোগে ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
- তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, সামান্য কমবে তাপমাত্রা
- আইএলওর তিন কনভেনশনে সই করায় ২৭ নাগরিকের সাধুবাদ
- এতটা খারাপ সময় আগে আসেনি স্লটের
ডিএমপিকে ৫০ হাজার মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর