প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় আবারও ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) মাস্ক দিল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল সকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে তার দফতরে এবার ৫০ হাজার মাস্ক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, আবদুল বাতেন, মফিজ উদ্দীন আহমেদ, সালেহ মোহাম্মদ তানভীর, যুগ্মকমিশনার শাহ মিজান শাফিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের এমন সংকটকালে বসুন্ধরা গ্রুপের এমন অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময়ই পুলিশের সঙ্গে এবং ভালো কাজের সঙ্গে ছিল। আমার প্রত্যাশা, দেশের এই ক্রান্তিলগ্নে অন্যান্য শিল্প গ্রুপও এগিয়ে আসবে। মাস্ক হস্তান্তরপর্ব শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান উপস্থিত সাংবাদিকদের বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় মানুষের কল্যাণে কাজ করছে। করোনাভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে আমরা অন্য সময়ের মতোই দেশ ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, যারা পুলিশ বাহিনীতে কাজ করেন, তারা যদি সেইফ না থাকেন তাহলে আমরা কেউ সেইফ থাকব না। তাদের সেইফটির জন্যই আমাদের এ উদ্যোগ। বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই অবদান রেখে আসছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করছে এ শিল্প গ্রুপ। সম্প্রতি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরকে ১ হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। শনিবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি। গত রবিবার নৌবাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী দেয় বসুন্ধরা গ্রুপ। পরদিন গত সোমবার এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদের কাছে ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক (১ হাজার ৪০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করে বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্যসহায়তাও দেওয়া হয়েছে।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
ডিএমপিকে ৫০ হাজার মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর