প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় আবারও ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) মাস্ক দিল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল সকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে তার দফতরে এবার ৫০ হাজার মাস্ক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, আবদুল বাতেন, মফিজ উদ্দীন আহমেদ, সালেহ মোহাম্মদ তানভীর, যুগ্মকমিশনার শাহ মিজান শাফিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের এমন সংকটকালে বসুন্ধরা গ্রুপের এমন অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময়ই পুলিশের সঙ্গে এবং ভালো কাজের সঙ্গে ছিল। আমার প্রত্যাশা, দেশের এই ক্রান্তিলগ্নে অন্যান্য শিল্প গ্রুপও এগিয়ে আসবে। মাস্ক হস্তান্তরপর্ব শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান উপস্থিত সাংবাদিকদের বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় মানুষের কল্যাণে কাজ করছে। করোনাভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে আমরা অন্য সময়ের মতোই দেশ ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, যারা পুলিশ বাহিনীতে কাজ করেন, তারা যদি সেইফ না থাকেন তাহলে আমরা কেউ সেইফ থাকব না। তাদের সেইফটির জন্যই আমাদের এ উদ্যোগ। বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই অবদান রেখে আসছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করছে এ শিল্প গ্রুপ। সম্প্রতি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরকে ১ হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। শনিবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি। গত রবিবার নৌবাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী দেয় বসুন্ধরা গ্রুপ। পরদিন গত সোমবার এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদের কাছে ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক (১ হাজার ৪০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করে বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্যসহায়তাও দেওয়া হয়েছে।
শিরোনাম
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
ডিএমপিকে ৫০ হাজার মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর