প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় আবারও ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) মাস্ক দিল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল সকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে তার দফতরে এবার ৫০ হাজার মাস্ক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, আবদুল বাতেন, মফিজ উদ্দীন আহমেদ, সালেহ মোহাম্মদ তানভীর, যুগ্মকমিশনার শাহ মিজান শাফিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের এমন সংকটকালে বসুন্ধরা গ্রুপের এমন অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময়ই পুলিশের সঙ্গে এবং ভালো কাজের সঙ্গে ছিল। আমার প্রত্যাশা, দেশের এই ক্রান্তিলগ্নে অন্যান্য শিল্প গ্রুপও এগিয়ে আসবে। মাস্ক হস্তান্তরপর্ব শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান উপস্থিত সাংবাদিকদের বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় মানুষের কল্যাণে কাজ করছে। করোনাভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে আমরা অন্য সময়ের মতোই দেশ ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, যারা পুলিশ বাহিনীতে কাজ করেন, তারা যদি সেইফ না থাকেন তাহলে আমরা কেউ সেইফ থাকব না। তাদের সেইফটির জন্যই আমাদের এ উদ্যোগ। বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই অবদান রেখে আসছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করছে এ শিল্প গ্রুপ। সম্প্রতি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরকে ১ হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। শনিবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি। গত রবিবার নৌবাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী দেয় বসুন্ধরা গ্রুপ। পরদিন গত সোমবার এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদের কাছে ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক (১ হাজার ৪০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করে বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্যসহায়তাও দেওয়া হয়েছে।
শিরোনাম
- 'আশুলিয়ার কম্পন নরসিংদীর মাধবদীর আফটারশক'
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান