বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মৃত্যুহীন প্রথম দিন কাটাল চীন

প্রতিদিন ডেস্ক

চীনে গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ আক্রান্ত কেউ মারা যায়নি। তবে ৩২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন দেশটিতে রোগী শনাক্ত হয়েছিল ৩৯ জন। গতকাল চীনের স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে তবে দ্বিতীয় ধাপের সংক্রমণের আশঙ্কা রয়েছে বিদেশ থেকে আগতদের মাধ্যমে। তাই দেশটিতে প্রবেশের ওপর কড়াকাড়ি আরোপ রয়েছে। জানুয়ারিতে লকডাউন শুরু হওয়ার পর গত বুধবার উহান শহরে প্রথমবারের মতো মানুষজনকে বাইরে বেরিয়ে আসতে দেওয়া হয়।

সর্বশেষ খবর