শিরোনাম
শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা
গাইবান্ধায় ট্রাক উল্টে খাদে

ঝুঁকিপূর্ণ যাত্রায় গেল ১৩ প্রাণ

গাইবান্ধা প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ যাত্রায় গেল ১৩ প্রাণ

ট্রাক উল্টে দুর্ঘটনায় মরদেহ উদ্ধারে কর্মীরা -বাংলাদেশ প্রতিদিন

গাইবান্ধার পলাশবাড়ীতে মালবাহী একটি ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। গতকাল সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। নিহতরা সবাই ওই ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, ঢাকা থেকে রংপুরগামী ট্রাকটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ১৩ যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাইবান্ধার  পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে পোশাক শ্রমিক মহসিন মিয়া (২৬), রংপুরের পীরগঞ্জ উপজেলার ধোরাকান্ত গ্রামের মৃত আবদুুস সামাদের ছেলে শামছুল আলম (৬৫), তার নাতি সোয়াইত (৭), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মহিউদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৭), রংপুরের পীরগঞ্জ উপজেলার ধোরাকান্ত গ্রামের ইমরান (২০) ও একই গ্রামের শরিফুল (২৩)।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, সকাল ৮টার দিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের সময় ১০ জন বয়স্ক পুরুষ ও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু বাকিরা পূর্ণ বয়স্ক। ঢাকা থেকে তারা ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে তার ওপর বসে রংপুরের দিকে যাচ্ছিলেন।

সর্বশেষ খবর