বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, ‘এখন এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে করোনাভাইরাসকে সঙ্গী করেই আমাদের চলতে হচ্ছে। এজন্য জীবন ও জীবিকার যুদ্ধটা এখন সমান্তরালভাবে চালাতে হবে। এখানে যারা ব্যবসা-প্রতিষ্ঠান শিল্প-কারখানা, দোকানপাট খুলবেন, পরিচালনা করবেন, তাদেরকে খুব সতর্ক হতে হবে। বিশেষ করে শ্রমিকদের স্বাস্থ্যের সুরক্ষার দিকে নজর দিতে হবে। আবার ব্যবসাও চালাতে হবে। এজন্য যুদ্ধটা আসলে বেশ কঠিন।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। মীর নাসির বলেন, ‘আমাদের দেশে এখন প্রতিদিনই সংক্রমণ বাড়ছে এটা ঠিক। কিন্তু আমরা তো প্রায় ৬৬ দিন সবকিছু বন্ধ বা লকডাউন রেখেছিলাম। তখন কিন্তু সংক্রমণও কম হয়েছে। এখন সংক্রমণ বাড়ছে। সবকিছু তো আর সারা বছর বন্ধও রাখা যাবে না। এই যে দেখেন দুই মাস চলে গেছে। আমাদের এ অর্থবছরের আর মাত্র এক মাস বাকি রয়েছে। গত দুই মাস তো এডিপি বাস্তবায়ন কিছুই হয়নি। জুন মাসে হয়তো কিছুটা হবে। এ মাসে হয়তো কিছু ব্যবসা-বাণিজ্যও হবে। আবার সংক্রমণও হয়তো বাড়বে। যেহেতু প্রতিদিনই বাড়ছে। ফলে এখন সাবধানতার সঙ্গে আমাদের সবই করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা যদিও আগে কিছু সিদ্ধান্তে সমস্যার সম্মুখীন হয়েছি। শিল্প-কারখানা বারবার বন্ধ করা আবার খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এতে মানুষ ঢাকায় এসেছে। আবার ঝুঁকি নিয়ে ফিরেও গেছে। আবার ফিরে এসেছে। এরই মধ্যে ঈদ গেছে। তখনো কিছু মানুষ আসা-যাওয়া করেছে। এতেই সংক্রমণটা আরও বেড়েছে। কিন্তু এখন আমাদের মতো ছোট অর্থনীতির দেশের ব্যবসা-বাণিজ্য বাঁচাতে করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে। তবে এখানে সচেতন থাকতে হবে। সবার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। এজন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে কোনো আপস করা যাবে না। এ ক্ষেত্রে শিল্প কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরও সচেতন হতে হবে। শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা দিয়েই আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
জীবন-জীবিকা দুটোই রাখতে হবে
-মীর নাসির হোসেন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর