বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, ‘এখন এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে করোনাভাইরাসকে সঙ্গী করেই আমাদের চলতে হচ্ছে। এজন্য জীবন ও জীবিকার যুদ্ধটা এখন সমান্তরালভাবে চালাতে হবে। এখানে যারা ব্যবসা-প্রতিষ্ঠান শিল্প-কারখানা, দোকানপাট খুলবেন, পরিচালনা করবেন, তাদেরকে খুব সতর্ক হতে হবে। বিশেষ করে শ্রমিকদের স্বাস্থ্যের সুরক্ষার দিকে নজর দিতে হবে। আবার ব্যবসাও চালাতে হবে। এজন্য যুদ্ধটা আসলে বেশ কঠিন।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। মীর নাসির বলেন, ‘আমাদের দেশে এখন প্রতিদিনই সংক্রমণ বাড়ছে এটা ঠিক। কিন্তু আমরা তো প্রায় ৬৬ দিন সবকিছু বন্ধ বা লকডাউন রেখেছিলাম। তখন কিন্তু সংক্রমণও কম হয়েছে। এখন সংক্রমণ বাড়ছে। সবকিছু তো আর সারা বছর বন্ধও রাখা যাবে না। এই যে দেখেন দুই মাস চলে গেছে। আমাদের এ অর্থবছরের আর মাত্র এক মাস বাকি রয়েছে। গত দুই মাস তো এডিপি বাস্তবায়ন কিছুই হয়নি। জুন মাসে হয়তো কিছুটা হবে। এ মাসে হয়তো কিছু ব্যবসা-বাণিজ্যও হবে। আবার সংক্রমণও হয়তো বাড়বে। যেহেতু প্রতিদিনই বাড়ছে। ফলে এখন সাবধানতার সঙ্গে আমাদের সবই করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা যদিও আগে কিছু সিদ্ধান্তে সমস্যার সম্মুখীন হয়েছি। শিল্প-কারখানা বারবার বন্ধ করা আবার খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এতে মানুষ ঢাকায় এসেছে। আবার ঝুঁকি নিয়ে ফিরেও গেছে। আবার ফিরে এসেছে। এরই মধ্যে ঈদ গেছে। তখনো কিছু মানুষ আসা-যাওয়া করেছে। এতেই সংক্রমণটা আরও বেড়েছে। কিন্তু এখন আমাদের মতো ছোট অর্থনীতির দেশের ব্যবসা-বাণিজ্য বাঁচাতে করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে। তবে এখানে সচেতন থাকতে হবে। সবার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। এজন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে কোনো আপস করা যাবে না। এ ক্ষেত্রে শিল্প কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরও সচেতন হতে হবে। শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা দিয়েই আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
জীবন-জীবিকা দুটোই রাখতে হবে
-মীর নাসির হোসেন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর