বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, ‘এখন এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে করোনাভাইরাসকে সঙ্গী করেই আমাদের চলতে হচ্ছে। এজন্য জীবন ও জীবিকার যুদ্ধটা এখন সমান্তরালভাবে চালাতে হবে। এখানে যারা ব্যবসা-প্রতিষ্ঠান শিল্প-কারখানা, দোকানপাট খুলবেন, পরিচালনা করবেন, তাদেরকে খুব সতর্ক হতে হবে। বিশেষ করে শ্রমিকদের স্বাস্থ্যের সুরক্ষার দিকে নজর দিতে হবে। আবার ব্যবসাও চালাতে হবে। এজন্য যুদ্ধটা আসলে বেশ কঠিন।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। মীর নাসির বলেন, ‘আমাদের দেশে এখন প্রতিদিনই সংক্রমণ বাড়ছে এটা ঠিক। কিন্তু আমরা তো প্রায় ৬৬ দিন সবকিছু বন্ধ বা লকডাউন রেখেছিলাম। তখন কিন্তু সংক্রমণও কম হয়েছে। এখন সংক্রমণ বাড়ছে। সবকিছু তো আর সারা বছর বন্ধও রাখা যাবে না। এই যে দেখেন দুই মাস চলে গেছে। আমাদের এ অর্থবছরের আর মাত্র এক মাস বাকি রয়েছে। গত দুই মাস তো এডিপি বাস্তবায়ন কিছুই হয়নি। জুন মাসে হয়তো কিছুটা হবে। এ মাসে হয়তো কিছু ব্যবসা-বাণিজ্যও হবে। আবার সংক্রমণও হয়তো বাড়বে। যেহেতু প্রতিদিনই বাড়ছে। ফলে এখন সাবধানতার সঙ্গে আমাদের সবই করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা যদিও আগে কিছু সিদ্ধান্তে সমস্যার সম্মুখীন হয়েছি। শিল্প-কারখানা বারবার বন্ধ করা আবার খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এতে মানুষ ঢাকায় এসেছে। আবার ঝুঁকি নিয়ে ফিরেও গেছে। আবার ফিরে এসেছে। এরই মধ্যে ঈদ গেছে। তখনো কিছু মানুষ আসা-যাওয়া করেছে। এতেই সংক্রমণটা আরও বেড়েছে। কিন্তু এখন আমাদের মতো ছোট অর্থনীতির দেশের ব্যবসা-বাণিজ্য বাঁচাতে করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে। তবে এখানে সচেতন থাকতে হবে। সবার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। এজন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে কোনো আপস করা যাবে না। এ ক্ষেত্রে শিল্প কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরও সচেতন হতে হবে। শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা দিয়েই আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।
শিরোনাম
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
- যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
- তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
- যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন
জীবন-জীবিকা দুটোই রাখতে হবে
-মীর নাসির হোসেন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর