বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, ‘এখন এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে করোনাভাইরাসকে সঙ্গী করেই আমাদের চলতে হচ্ছে। এজন্য জীবন ও জীবিকার যুদ্ধটা এখন সমান্তরালভাবে চালাতে হবে। এখানে যারা ব্যবসা-প্রতিষ্ঠান শিল্প-কারখানা, দোকানপাট খুলবেন, পরিচালনা করবেন, তাদেরকে খুব সতর্ক হতে হবে। বিশেষ করে শ্রমিকদের স্বাস্থ্যের সুরক্ষার দিকে নজর দিতে হবে। আবার ব্যবসাও চালাতে হবে। এজন্য যুদ্ধটা আসলে বেশ কঠিন।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। মীর নাসির বলেন, ‘আমাদের দেশে এখন প্রতিদিনই সংক্রমণ বাড়ছে এটা ঠিক। কিন্তু আমরা তো প্রায় ৬৬ দিন সবকিছু বন্ধ বা লকডাউন রেখেছিলাম। তখন কিন্তু সংক্রমণও কম হয়েছে। এখন সংক্রমণ বাড়ছে। সবকিছু তো আর সারা বছর বন্ধও রাখা যাবে না। এই যে দেখেন দুই মাস চলে গেছে। আমাদের এ অর্থবছরের আর মাত্র এক মাস বাকি রয়েছে। গত দুই মাস তো এডিপি বাস্তবায়ন কিছুই হয়নি। জুন মাসে হয়তো কিছুটা হবে। এ মাসে হয়তো কিছু ব্যবসা-বাণিজ্যও হবে। আবার সংক্রমণও হয়তো বাড়বে। যেহেতু প্রতিদিনই বাড়ছে। ফলে এখন সাবধানতার সঙ্গে আমাদের সবই করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা যদিও আগে কিছু সিদ্ধান্তে সমস্যার সম্মুখীন হয়েছি। শিল্প-কারখানা বারবার বন্ধ করা আবার খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এতে মানুষ ঢাকায় এসেছে। আবার ঝুঁকি নিয়ে ফিরেও গেছে। আবার ফিরে এসেছে। এরই মধ্যে ঈদ গেছে। তখনো কিছু মানুষ আসা-যাওয়া করেছে। এতেই সংক্রমণটা আরও বেড়েছে। কিন্তু এখন আমাদের মতো ছোট অর্থনীতির দেশের ব্যবসা-বাণিজ্য বাঁচাতে করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে। তবে এখানে সচেতন থাকতে হবে। সবার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। এজন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে কোনো আপস করা যাবে না। এ ক্ষেত্রে শিল্প কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরও সচেতন হতে হবে। শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা দিয়েই আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ