বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, ‘এখন এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে করোনাভাইরাসকে সঙ্গী করেই আমাদের চলতে হচ্ছে। এজন্য জীবন ও জীবিকার যুদ্ধটা এখন সমান্তরালভাবে চালাতে হবে। এখানে যারা ব্যবসা-প্রতিষ্ঠান শিল্প-কারখানা, দোকানপাট খুলবেন, পরিচালনা করবেন, তাদেরকে খুব সতর্ক হতে হবে। বিশেষ করে শ্রমিকদের স্বাস্থ্যের সুরক্ষার দিকে নজর দিতে হবে। আবার ব্যবসাও চালাতে হবে। এজন্য যুদ্ধটা আসলে বেশ কঠিন।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। মীর নাসির বলেন, ‘আমাদের দেশে এখন প্রতিদিনই সংক্রমণ বাড়ছে এটা ঠিক। কিন্তু আমরা তো প্রায় ৬৬ দিন সবকিছু বন্ধ বা লকডাউন রেখেছিলাম। তখন কিন্তু সংক্রমণও কম হয়েছে। এখন সংক্রমণ বাড়ছে। সবকিছু তো আর সারা বছর বন্ধও রাখা যাবে না। এই যে দেখেন দুই মাস চলে গেছে। আমাদের এ অর্থবছরের আর মাত্র এক মাস বাকি রয়েছে। গত দুই মাস তো এডিপি বাস্তবায়ন কিছুই হয়নি। জুন মাসে হয়তো কিছুটা হবে। এ মাসে হয়তো কিছু ব্যবসা-বাণিজ্যও হবে। আবার সংক্রমণও হয়তো বাড়বে। যেহেতু প্রতিদিনই বাড়ছে। ফলে এখন সাবধানতার সঙ্গে আমাদের সবই করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা যদিও আগে কিছু সিদ্ধান্তে সমস্যার সম্মুখীন হয়েছি। শিল্প-কারখানা বারবার বন্ধ করা আবার খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এতে মানুষ ঢাকায় এসেছে। আবার ঝুঁকি নিয়ে ফিরেও গেছে। আবার ফিরে এসেছে। এরই মধ্যে ঈদ গেছে। তখনো কিছু মানুষ আসা-যাওয়া করেছে। এতেই সংক্রমণটা আরও বেড়েছে। কিন্তু এখন আমাদের মতো ছোট অর্থনীতির দেশের ব্যবসা-বাণিজ্য বাঁচাতে করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে। তবে এখানে সচেতন থাকতে হবে। সবার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। এজন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে কোনো আপস করা যাবে না। এ ক্ষেত্রে শিল্প কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরও সচেতন হতে হবে। শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা দিয়েই আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল