সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের জন্য দেশের শিল্প ও কৃষি খাতকে গুরুত্ব দিতে হবে। একইভাবে কর্মসংস্থান ও বিনিয়োগকে কীভাবে ধরে রাখা যায় সে ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা গত ১০ বছর ধরেই উচ্চতর প্রবৃদ্ধি অর্জন করে আসছি। দারিদ্র্য কমেছে। মানুষের আয় বেড়েছে। ক্রয় ক্ষমতা বেড়েছে। কিন্তু এই কভিড-১৯-এর ধাক্কায় এসব হিসাব সাংঘর্ষিক পরিস্থিতিতে রূপ নিয়েছে। ইতিমধ্যে আমাদের প্রবৃদ্ধি কমে গেছে। বিশ্বব্যাংক, আইএমএফ বলছে, আগামী বছর ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তবে আমি মনে করি আগামী বছর হয়তো ৫ শতাংশের মতো প্রবৃদ্ধি হতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, অর্থনীতি স্বাভাবিক রাখতে এবং কর্মসংস্থান ও বিনিয়োগ ধরে রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে কাজ করার সুযোগ করে দিতে হবে। সারা বিশ্বেই এখন বিপর্যস্ত পরিস্তিতি বিরাজ করছে। আমাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক শ্রমবাজারের উন্নয়ন করতে হবে। সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তার সুষ্ঠু বাস্তবায়ন হতে হবে। আগামী বছরের বাজেটেও এসব বিষয় প্রতিফলিত হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কভিড-১৯ মহামারী কেটে যাওয়ার পর মানুষ যদি আবার কাজ করতে পারে তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারব। শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যের যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে দিতে সরকার ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। এগুলোর বাস্তবায়ন হতে হবে। প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত তাদের পর্যন্ত এই প্রণোদনা পৌঁছাতে হবে। আর আমাদের কৃষি ও শিল্প উৎপাদনের দিকে নজর দিতে হবে। এ ছাড়া আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে। এ খাতের জন্য নতুন নতুন উদ্যোগ থাকতে হবে। এ খাতে গবেষণা বাড়াতে হবে। সরকারি হাসপাতালগুলোর দক্ষতা ও সুযোগ-সুবিধাসহ ডাক্তার নার্স বাড়াতে হবে। এ জন্য বাজেট বরাদ্দ বাড়ানো জরুরি। একইভাবে অর্থনীতির স্বার্থে আসন্ন যোগাযোগ খাতকে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজ উৎপাদনকে গুরুত্ব দিতে হবে। আবার কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায় সে ব্যবস্থাও থাকতে হবে।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও তিন জিম্মির মরদেহ
- ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
- আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা