করোনাভাইরাসের প্রকোপ সারা পৃথিবীর মতো এদেশেও ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ আন্তর্জাতিক সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দেয়। প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর মিছিলও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ত্রাণ বিতরণসহ বেশির ভাগ কাজ পুলিশকেই করতে হচ্ছে। এমনকি লাশ দাফন সম্পন্নও করতে হচ্ছে পুলিশকে। সব দুর্নাম ছাপিয়ে এই করোনাকালে পুলিশ ফিরে পেয়েছে মানবিক চরিত্র। গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার মধ্য দিয়ে কার্যত দেশে লকডাউন শুরু হয়। এরপরই অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ। করোনাকালের পুরো সময় তার বিভাগীয় কার্যালয় থেকে সকাল-সন্ধ্যা এসব খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন তিনি। গত ১ মে থেকে করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক ও সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ শুরু করে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোন। অন্তত ২৫ জন সাংবাদিককে পিপিই দেন এ জোনের সহকারী কমিশনার (এসি) এম এম মঈনুল ইসলাম। পাশাপাশি ৫০ জন দুস্থ সাংবাদিকের মাঝে ঈদ উপহারসামগ্রী পাঠান। এর আগে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৫০ জন চিকিৎসকের মাঝে পিপিই বিতরণ করেন। এ ছাড়া ২০০ পুলিশের মাঝে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। পুলিশের এই জোনের উদ্যোগে অন্তত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ছাড়াও ফোন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য পেলেই খাদ্যসামগ্রী পৌঁছে দেন এসি মঈনুল ইসলাম। তিনি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের টাকা এবং দানশীল ব্যক্তিদের সম্পৃক্ত করে নিজ জোনের বাইরেও গোপালগঞ্জ, পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেসে থাকা শিক্ষার্থীর খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ ছাড়া শ্যামপুর, শনির আখড়া, উত্তরা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পাঠান। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অপরাধ নিয়ন্ত্রণের বাইরেও অভ্যন্তরীণ নিরাপত্তাসহ বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করছে তারা। যা বর্তমান করোনা পরিস্থিতিতে অনেক বেশি দৃশ্যমান। ঢাকা এবং ঢাকার বাইরেও করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের দাফন সম্পন্ন করতে হচ্ছে পুলিশকেই। ৪০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পরও থেমে যায়নি সিলেট জেলা পুলিশ। এরপরও লাশ দাফন ও বাড়ি বাড়ি খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। খবর পাওয়া মাত্রই সার্বিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন। করোনা সমস্যা মোকাবিলায় বর্তমানে বিভিন্ন পুলিশ ইউনিটকে ব্যতিক্রমী উদ্যোগ নিতে দেখা গেছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর হটলাইন সেবা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। হটলাইনে ফোন বা এসএমএসের মাধ্যমে সাহায্য চাইলেই সিএমপি সহায়তা টিম ঘরে পৌঁছে দিচ্ছে খাদ্যসামগ্রী। পাশাপাশি এই ইউনিটটি প্লাজমা ব্যাংক তৈরিও উদ্যোগ নিয়েছে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা