বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ০০:০০ টা

পুরনো ভাড়াতেই বাস চালানোর নির্দেশ

প্রতিদিন ডেস্ক

পুরনো ভাড়াতেই বাস চালানোর নির্দেশ

করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে লোকসানের অজুহাত দেখিয়ে বেসরকারি গণপরিবহনের মালিকরা রাস্তায় গাড়ি নামানোর ক্ষেত্রে ভাড়া বাড়ানোর দাবি তুলেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে। কিন্তু মমতা ব্যানার্জির সরকার এই আবদার-চাপ কোনো কিছুতেই টলেনি। বরং সরকারের পক্ষ থেকে বলা হয়, এই অবস্থায় ভাড়া বাড়লে দীর্ঘদিন আয়-রোজগার ছাড়া কাটানো মানুষ ভোগান্তিতে পড়বে। উপায় না দেখে শেষতক পুরনো ভাড়াতেই রাস্তায় গাড়ি নামানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। আজ থেকে অধিকাংশ বাসই রাস্তায় চলাচল করবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বেসরকারি পরিবহন মালিক সমিতি। তবে বাস-মিনিবাসসহ সব ধরনের গণপরিবহনই চলবে পুরনো ভাড়াতেই। কলকাতার গণমাধ্যমের খবরে বলা হয়, বাস-মিনিবাস রাস্তায় নামানোর আগে তাদের ভাড়া বাড়ানোর দাবির বিষয়ে গতকাল আলোচনায় বসে সরকার। এতে মালিকপক্ষের লোকজনও অংশ নেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, মানুষের অসুবিধার কথা চিন্তা করে ধীরে ধীরে সব রুটে বাস নামাতে হবে। মালিকরা এই মুহূর্তে ভাড়া বাড়ানোর দাবি তুললেও সরকার তা নাকচ করে দেয়।

সর্বশেষ খবর