সিসিটিভির ফুটেজেই বেরিয়ে এলো বুড়িগঙ্গায় দুর্ঘটনার সবকিছু। এতে দেখা গেল, কীভাবে দৈত্যাকার ‘ময়ূর-২’-এর ধাক্কায় মুহূর্তেই তলিয়ে যায় যাত্রীবোঝাই ‘মর্নিং বার্ড’ নামের দেড়তলা ছোট্ট লঞ্চটি। ৩৭ সেকেন্ডের ভিডিও ফুটেজ অনুযায়ী সকাল ৯টা ১২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ঘাট থেকে পেছন দিকে (ব্যাকে) যাচ্ছিল ময়ূর। আর ঠিক পেছন দিকেই ছিল মর্নিং বার্ড। বিশালাকার ময়ূরের তৈরি করা স্রোতের তোড়ে কাত হয়ে যায় মর্নিং বার্ড। ওই সময়ই ময়ূরের ধাক্কা। সেই ধাক্কাতেই ডুবতে থাকে ছোট লঞ্চটি। মুহূর্তে ডুবন্ত ছোট
লঞ্চটির ওপর পুরো শরীর উঠিয়ে দেয় ময়ূর। ততক্ষণে পানির নিচে তলিয়ে গেল আস্ত লঞ্চ। ঘটনাটি এতটাই দ্রুততার সঙ্গে ঘটেছে যে যাত্রীরাও তা বুঝতে পারেননি। এ কারণে অল্পসংখ্যক যাত্রী লঞ্চ তলিয়ে যাওয়ার আগে নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে পৌঁছাতে পারেন। ঘটনার পরই সিসিটিভি ফুটেজটি পাওয়া যায়। কর্তৃপক্ষ জানায়, পন্টুনগুলোতে বিআইডব্লিউটিএ নৌ-পুলিশের সিসি ক্যামেরা আছে। এরই একটির ছোট এক ফুটেজ পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে, ফরাশগঞ্জ ঘাট-সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ঘাট থেকে পেছন দিকে (ব্যাকে) যাচ্ছিল ময়ূর-২। এ সময় পেছনে থাকা মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে আসা যাত্রীবোঝাই ‘মর্নিং বার্ড’-এর ওপর উঠে যায় দৈত্যাকার ময়ূর-২। মুহূর্তেই তলিয়ে যায় ‘মর্নিং বার্ড’। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিন বলেন, সিসি ক্যামেরায় দুর্ঘটনার বিষয়টি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত দল অবশ্যই তদন্তে এ বিষয়টি কাজে লাগাতে পারবে। ঢুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চে ৫০ জন যাত্রী ছিল জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। গতকাল রাতে এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত উদ্ধারকারীরা ৩২ জনের লাশ উদ্ধার করতে পেরেছেন। অনেকে এখনো নিখোঁজ আছেন। লঞ্চটি ডোবার পর পরই যাত্রীদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
বড় লঞ্চটি যেভাবে উঠে পড়ে ছোটটির ওপর
সিসিটিভির ফুটেজে বেরিয়ে এলো সবকিছু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর