সিসিটিভির ফুটেজেই বেরিয়ে এলো বুড়িগঙ্গায় দুর্ঘটনার সবকিছু। এতে দেখা গেল, কীভাবে দৈত্যাকার ‘ময়ূর-২’-এর ধাক্কায় মুহূর্তেই তলিয়ে যায় যাত্রীবোঝাই ‘মর্নিং বার্ড’ নামের দেড়তলা ছোট্ট লঞ্চটি। ৩৭ সেকেন্ডের ভিডিও ফুটেজ অনুযায়ী সকাল ৯টা ১২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ঘাট থেকে পেছন দিকে (ব্যাকে) যাচ্ছিল ময়ূর। আর ঠিক পেছন দিকেই ছিল মর্নিং বার্ড। বিশালাকার ময়ূরের তৈরি করা স্রোতের তোড়ে কাত হয়ে যায় মর্নিং বার্ড। ওই সময়ই ময়ূরের ধাক্কা। সেই ধাক্কাতেই ডুবতে থাকে ছোট লঞ্চটি। মুহূর্তে ডুবন্ত ছোট লঞ্চটির ওপর পুরো শরীর উঠিয়ে দেয় ময়ূর। ততক্ষণে পানির নিচে তলিয়ে গেল আস্ত লঞ্চ। ঘটনাটি এতটাই দ্রুততার সঙ্গে ঘটেছে যে যাত্রীরাও তা বুঝতে পারেননি। এ কারণে অল্পসংখ্যক যাত্রী লঞ্চ তলিয়ে যাওয়ার আগে নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে পৌঁছাতে পারেন। ঘটনার পরই সিসিটিভি ফুটেজটি পাওয়া যায়। কর্তৃপক্ষ জানায়, পন্টুনগুলোতে বিআইডব্লিউটিএ নৌ-পুলিশের সিসি ক্যামেরা আছে। এরই একটির ছোট এক ফুটেজ পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে, ফরাশগঞ্জ ঘাট-সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ঘাট থেকে পেছন দিকে (ব্যাকে) যাচ্ছিল ময়ূর-২। এ সময় পেছনে থাকা মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে আসা যাত্রীবোঝাই ‘মর্নিং বার্ড’-এর ওপর উঠে যায় দৈত্যাকার ময়ূর-২। মুহূর্তেই তলিয়ে যায় ‘মর্নিং বার্ড’। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিন বলেন, সিসি ক্যামেরায় দুর্ঘটনার বিষয়টি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত দল অবশ্যই তদন্তে এ বিষয়টি কাজে লাগাতে পারবে। ঢুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চে ৫০ জন যাত্রী ছিল জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। গতকাল রাতে এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত উদ্ধারকারীরা ৩২ জনের লাশ উদ্ধার করতে পেরেছেন। অনেকে এখনো নিখোঁজ আছেন। লঞ্চটি ডোবার পর পরই যাত্রীদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
শিরোনাম
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য
বড় লঞ্চটি যেভাবে উঠে পড়ে ছোটটির ওপর
সিসিটিভির ফুটেজে বেরিয়ে এলো সবকিছু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর