সিসিটিভির ফুটেজেই বেরিয়ে এলো বুড়িগঙ্গায় দুর্ঘটনার সবকিছু। এতে দেখা গেল, কীভাবে দৈত্যাকার ‘ময়ূর-২’-এর ধাক্কায় মুহূর্তেই তলিয়ে যায় যাত্রীবোঝাই ‘মর্নিং বার্ড’ নামের দেড়তলা ছোট্ট লঞ্চটি। ৩৭ সেকেন্ডের ভিডিও ফুটেজ অনুযায়ী সকাল ৯টা ১২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ঘাট থেকে পেছন দিকে (ব্যাকে) যাচ্ছিল ময়ূর। আর ঠিক পেছন দিকেই ছিল মর্নিং বার্ড। বিশালাকার ময়ূরের তৈরি করা স্রোতের তোড়ে কাত হয়ে যায় মর্নিং বার্ড। ওই সময়ই ময়ূরের ধাক্কা। সেই ধাক্কাতেই ডুবতে থাকে ছোট লঞ্চটি। মুহূর্তে ডুবন্ত ছোট
লঞ্চটির ওপর পুরো শরীর উঠিয়ে দেয় ময়ূর। ততক্ষণে পানির নিচে তলিয়ে গেল আস্ত লঞ্চ। ঘটনাটি এতটাই দ্রুততার সঙ্গে ঘটেছে যে যাত্রীরাও তা বুঝতে পারেননি। এ কারণে অল্পসংখ্যক যাত্রী লঞ্চ তলিয়ে যাওয়ার আগে নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে পৌঁছাতে পারেন। ঘটনার পরই সিসিটিভি ফুটেজটি পাওয়া যায়। কর্তৃপক্ষ জানায়, পন্টুনগুলোতে বিআইডব্লিউটিএ নৌ-পুলিশের সিসি ক্যামেরা আছে। এরই একটির ছোট এক ফুটেজ পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে, ফরাশগঞ্জ ঘাট-সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ঘাট থেকে পেছন দিকে (ব্যাকে) যাচ্ছিল ময়ূর-২। এ সময় পেছনে থাকা মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে আসা যাত্রীবোঝাই ‘মর্নিং বার্ড’-এর ওপর উঠে যায় দৈত্যাকার ময়ূর-২। মুহূর্তেই তলিয়ে যায় ‘মর্নিং বার্ড’। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিন বলেন, সিসি ক্যামেরায় দুর্ঘটনার বিষয়টি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত দল অবশ্যই তদন্তে এ বিষয়টি কাজে লাগাতে পারবে। ঢুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চে ৫০ জন যাত্রী ছিল জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। গতকাল রাতে এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত উদ্ধারকারীরা ৩২ জনের লাশ উদ্ধার করতে পেরেছেন। অনেকে এখনো নিখোঁজ আছেন। লঞ্চটি ডোবার পর পরই যাত্রীদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
বড় লঞ্চটি যেভাবে উঠে পড়ে ছোটটির ওপর
সিসিটিভির ফুটেজে বেরিয়ে এলো সবকিছু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর