শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রত্যেক বিপর্যয়ের পর একটা পরিবর্তন আসে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রত্যেক বিপর্যয়ের পর একটা পরিবর্তন আসে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রত্যেকটি বিপর্যয়ের পর একটা পরিবর্তন আসে। এই কভিড-১৯ বিপর্যয়ের পরেও পরিবর্তন আসবে। যার ফলে আমাদের একটা ইতিবাচক পরিবর্তনই হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইতিমধ্যেই আমাদের রেমিট্যান্স খাত ঘুরে দাঁড়িয়েছে। আগামী জুলাই-আগস্টে রপ্তানি খাতও ঘুরে দাঁড়াবে। গতকাল বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চতুর্র্থ বর্ষপূর্তি শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আশা ব্যক্ত করেন।  তিনি বলেন, আমাদের মূল সম্পদ হলো জনশক্তি সম্পদ। এটাকে আমরা এখনো কাজে লাগাতে পারিনি। এখন মাত্র এটাকে কাজে লাগানো শুরু করেছেন প্রধানমন্ত্রী। আমাদের বাজেট সাইজ বড় করতে হবে। উদ্যোক্তাদের ধরে রাখতে হবে। আমাদের আরও অনেক ফ্লেক্সিবল হতে হবে। তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ বিনিয়োগই অন্য প্রতিযোগী দেশগুলো নিয়ে যাচ্ছে। এর মধ্যে ভিয়েতনাম, চীন, ভারত, থাইল্যান্ড অন্যতম। আমাদের বিদেশি বিনিয়োগ ধরতে হবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। এ জন্য বিডা কাজ করছে। সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমরা বিনিয়োগ পরিবেশ ও ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছি। এটাকে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম, উইমেন চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমাদ, গ্রামীণ ফোনের সিইও এয়াসির আজমান, ইউনিলিভার বাংলাদেশের সিইও কেদার লেলে প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর