শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশ ১১৬তম

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক উদ্ভাবনী সূচকে (জিআইআই) ১৩১টি দেশের মধ্যে ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ১১৬তম। গতকাল এই সূচক প্রকাশ করা হয়। ২০১৯ ও ২০১৮ সালেও বাংলাদেশের একই অবস্থান ছিল। অর্থাৎ এই তিন বছরে এ সূচকে বাংলাদেশের কোনো অগ্রগতি কিংবা অবনতি হয়নি।

সূচকের নিরিখে প্রথম ৫০ দেশের মধ্যে রয়েছে ভারত। চার ধাপ উঠে ভারতের স্থান এখন ৪৮তম। মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের স্থান শীর্ষে। সূচকের তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুল। এশিয়ার অর্থনীতিতে চীন, ভারত, ফিলিপিন্স  এবং ভিয়েতনাম বছরের পর বছর ধরে উদ্ভাবনী শক্তিতে এগিয়ে থেকেছে। প্রথম ১০-এর তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড, সুইডেন, আমেরিকা, ব্রিটেন এবং নেদারল্যান্ড। সাধারণভাবে যেসব দেশের আয় বেশি, তারাই এই তালিকার শীর্ষে রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর