শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ফখরুলের মামলার স্থগিতাদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

ফখরুলের মামলার স্থগিতাদেশ বহাল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর রমনা ও শেরেবাংলা নগর থানায় দায়ের করা দুই মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাই কোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে মামলার অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল প্রশ্নে হাই কোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছে আদালত। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে মির্জা ফখরুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে নাশকতার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা দুই মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছিল ২০১৭ সালের ৭ অক্টোবর। হাই কোর্টের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেয়। ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় নাশকতার অভিযোগে একটি এবং ২০১৩ সালের ৩০ অক্টোবর রমনা থানায় অন্য মামলাটি দায়ের করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর