শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সীমান্তে আটকে পড়া পিঁয়াজ বাংলাদেশে ঢোকার অনুমতি

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

দিনভর ম্যারাথন বৈঠকের পরে ভারত সরকার অবশেষে বাংলাদেশ সীমান্তে আটকেপড়া ২৫ হাজার টন পিঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, বাংলাদেশের জন্যই একমাত্র এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে মুজিববর্ষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চাইছিল এমন কোনো বিবাদ অযথা তৈরি না হয় যাতে দুই দেশের সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে। বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরানের ব্যক্তিগত উদ্যোগ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সন্তুষ্ট হাইকমিশনার ইমরান ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমিনকে খবরটি জানান। তার আগে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়  পিঁয়াজ রপ্তানি বন্ধ করার প্রতিবাদ জানিয়ে নোট ভার্বাল পাঠিয়েছিল। পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা নিজে উদ্যোগ নেন সমস্যা মেটানোর জন্য। আপাতত সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে যেসব ট্রাক আটকে  গেছে সেগুলো ছাড়া হচ্ছে। লাগাতার দিল্লির হাইকমিশন একটা কথাই দিল্লিকে বুঝিয়েছেন অযথা সামান্য একটা পিঁয়াজ রপ্তানি নিয়ে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে। এটা এড়ানো দরকার। ভারত সরকারও মনে করে বাংলাদেশের সঙ্গে মৈত্রীর সম্পর্কের কারণে এই পিঁয়াজ রপ্তানি বন্ধ করা উচিত নয়। শেষ পর্যন্ত     তাই হলো।

সর্বশেষ খবর