মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আট এমপি সাসপেন্ড নিয়ে মমতার ক্ষোভ

দীপক দেবনাথ, কলকাতা

আট এমপি সাসপেন্ড নিয়ে মমতার ক্ষোভ

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কৃষি বিল পাসের প্রতিবাদ জানানোর সময় অধিবেশন কক্ষে বিশৃঙ্খলার অভিযোগে তৃণমূল কংগ্রেসের আটজন এমপিকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করার নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংসদ ও রাস্তায় কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ডাক দেন তিনি।

সোমবার ট্যুইট করে তিনি জানান, ‘কৃষকদের স্বার্থ রক্ষার দাবিতে লড়াই করে আট এমপিকে সাসপেন্ড করার ঘটনা ‘দুর্ভাগ্যজনক’। এটা সরকারের স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয়। এরা গণতান্ত্রিক ও রীতিনীতিকে সম্মান করে না। আমরা মাথা নত করব না। সংসদে এবং রাস্তায় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’

কেন্দ্রের বিজেপি সরকারকে বিদায় দেওয়ার ডাক দিয়ে মমতা আরও বলেন, ‘এই বিজেপির সরকার, আর নেই দরকার। এই বিজেপির সরকার, বিদায় নেওয়া দরকার। এই বিজেপির সরকার, লজ্জার সরকার। বিজেপির সরকার-ছিঃ ছিঃ সরকার।’ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর