বাসায় এনে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরকেও জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য সবুজ ও ঝুমুরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড দেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাতে ধর্ষণের অভিযোগে মিরপুর থানায় সবুজ আল সাহবা ও তার বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার তরুণী। রাতেই মিরপুর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মামলার পরই ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ধর্ষণের শিকার ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে পাঠানো হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, ওই তরুণী মামলার অভিযোগে বলেছেন- রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন সবুজ। ঢামেক সূত্র জানায়, ওই তরুণী গৃহপরিচারিকার কাজের পাশাপাশি একটি পারলারেও কাজ করতেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে সবুজের বান্ধবী ফাতেমা ডাক্তার দেখাবেন বলে ওই তরুণীকে নিয়ে বের হন। এরপর তরুণীকে নিয়ে সবুজের পশ্চিম মনিপুরের বাসায় নিয়ে যান। রাতে কৌশলে ফাতেমা তাকে সবুজের কক্ষে পাঠান। তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলেন। তখন তরুণী রাজি না হলে বাইরে থেকে ফাতেমা দরজা বন্ধ করে দেন। সবুজ তাকে ধর্ষণ করেন। পরে ফাতেমা ওই তরুণীকে সবুজের রুম থেকে পাশের রুমে নিয়ে আসেন এবং সকালে সবুজের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে দেবেন বলে রাতে ওই বাসাতেই ঘুমিয়ে পড়েন। বাসায় ফিরে ওই তরুণী বিষয়টি তার স্বজনদের জানালে তারা তাকে মামলা করতে বলেন। ঢামেক হাসপাতালের ওসিসি সেন্টারের সমন্বয়ক ডা. বিলকিস আক্তার জানান, গতকাল ওই তরুণীর ফরেনসিক টেস্ট করা হয়েছে। কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
গৃহকর্মী ধর্ষণে বান্ধবীসহ ছাত্রলীগ নেতা রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর