বাসায় এনে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরকেও জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য সবুজ ও ঝুমুরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড দেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাতে ধর্ষণের অভিযোগে মিরপুর থানায় সবুজ আল সাহবা ও তার বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার তরুণী। রাতেই মিরপুর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মামলার পরই ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ধর্ষণের শিকার ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে পাঠানো হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, ওই তরুণী মামলার অভিযোগে বলেছেন- রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন সবুজ। ঢামেক সূত্র জানায়, ওই তরুণী গৃহপরিচারিকার কাজের পাশাপাশি একটি পারলারেও কাজ করতেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে সবুজের বান্ধবী ফাতেমা ডাক্তার দেখাবেন বলে ওই তরুণীকে নিয়ে বের হন। এরপর তরুণীকে নিয়ে সবুজের পশ্চিম মনিপুরের বাসায় নিয়ে যান। রাতে কৌশলে ফাতেমা তাকে সবুজের কক্ষে পাঠান। তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলেন। তখন তরুণী রাজি না হলে বাইরে থেকে ফাতেমা দরজা বন্ধ করে দেন। সবুজ তাকে ধর্ষণ করেন। পরে ফাতেমা ওই তরুণীকে সবুজের রুম থেকে পাশের রুমে নিয়ে আসেন এবং সকালে সবুজের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে দেবেন বলে রাতে ওই বাসাতেই ঘুমিয়ে পড়েন। বাসায় ফিরে ওই তরুণী বিষয়টি তার স্বজনদের জানালে তারা তাকে মামলা করতে বলেন। ঢামেক হাসপাতালের ওসিসি সেন্টারের সমন্বয়ক ডা. বিলকিস আক্তার জানান, গতকাল ওই তরুণীর ফরেনসিক টেস্ট করা হয়েছে। কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
গৃহকর্মী ধর্ষণে বান্ধবীসহ ছাত্রলীগ নেতা রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর