বাসায় এনে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরকেও জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য সবুজ ও ঝুমুরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড দেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাতে ধর্ষণের অভিযোগে মিরপুর থানায় সবুজ আল সাহবা ও তার বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার তরুণী। রাতেই মিরপুর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মামলার পরই ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ধর্ষণের শিকার ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে পাঠানো হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, ওই তরুণী মামলার অভিযোগে বলেছেন- রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন সবুজ। ঢামেক সূত্র জানায়, ওই তরুণী গৃহপরিচারিকার কাজের পাশাপাশি একটি পারলারেও কাজ করতেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে সবুজের বান্ধবী ফাতেমা ডাক্তার দেখাবেন বলে ওই তরুণীকে নিয়ে বের হন। এরপর তরুণীকে নিয়ে সবুজের পশ্চিম মনিপুরের বাসায় নিয়ে যান। রাতে কৌশলে ফাতেমা তাকে সবুজের কক্ষে পাঠান। তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলেন। তখন তরুণী রাজি না হলে বাইরে থেকে ফাতেমা দরজা বন্ধ করে দেন। সবুজ তাকে ধর্ষণ করেন। পরে ফাতেমা ওই তরুণীকে সবুজের রুম থেকে পাশের রুমে নিয়ে আসেন এবং সকালে সবুজের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে দেবেন বলে রাতে ওই বাসাতেই ঘুমিয়ে পড়েন। বাসায় ফিরে ওই তরুণী বিষয়টি তার স্বজনদের জানালে তারা তাকে মামলা করতে বলেন। ঢামেক হাসপাতালের ওসিসি সেন্টারের সমন্বয়ক ডা. বিলকিস আক্তার জানান, গতকাল ওই তরুণীর ফরেনসিক টেস্ট করা হয়েছে। কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
শিরোনাম
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
গৃহকর্মী ধর্ষণে বান্ধবীসহ ছাত্রলীগ নেতা রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর