বাসায় এনে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরকেও জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য সবুজ ও ঝুমুরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড দেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাতে ধর্ষণের অভিযোগে মিরপুর থানায় সবুজ আল সাহবা ও তার বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার তরুণী। রাতেই মিরপুর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মামলার পরই ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ধর্ষণের শিকার ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে পাঠানো হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, ওই তরুণী মামলার অভিযোগে বলেছেন- রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন সবুজ। ঢামেক সূত্র জানায়, ওই তরুণী গৃহপরিচারিকার কাজের পাশাপাশি একটি পারলারেও কাজ করতেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে সবুজের বান্ধবী ফাতেমা ডাক্তার দেখাবেন বলে ওই তরুণীকে নিয়ে বের হন। এরপর তরুণীকে নিয়ে সবুজের পশ্চিম মনিপুরের বাসায় নিয়ে যান। রাতে কৌশলে ফাতেমা তাকে সবুজের কক্ষে পাঠান। তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলেন। তখন তরুণী রাজি না হলে বাইরে থেকে ফাতেমা দরজা বন্ধ করে দেন। সবুজ তাকে ধর্ষণ করেন। পরে ফাতেমা ওই তরুণীকে সবুজের রুম থেকে পাশের রুমে নিয়ে আসেন এবং সকালে সবুজের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে দেবেন বলে রাতে ওই বাসাতেই ঘুমিয়ে পড়েন। বাসায় ফিরে ওই তরুণী বিষয়টি তার স্বজনদের জানালে তারা তাকে মামলা করতে বলেন। ঢামেক হাসপাতালের ওসিসি সেন্টারের সমন্বয়ক ডা. বিলকিস আক্তার জানান, গতকাল ওই তরুণীর ফরেনসিক টেস্ট করা হয়েছে। কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ