কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে চলছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি। বিভিন্ন গ্রুপ এবং উপ-গ্রুপগুলো নিজেদের আধিপত্য ধরে রাখতে ক্যাম্প ও তার আশপাশের এলাকায় মাঝেমধ্যেই ঘটাচ্ছে খুনের ঘটনা। এরই মধ্যে ৪ অক্টোবর দুজন, ৫ অক্টোবর একজন ও ৬ অক্টোবর দুই স্থানীয়সহ চারজন খুন হয়েছেন। এর বাইরে ক্যাম্পগুলোতে প্রায় প্রতিনিয়তই গ্রুপগুলোর সদস্যরা অস্ত্রের মহড়া দিচ্ছে। সদস্যদের সক্ষমতা বাড়াতে গ্রুপগুলোর পক্ষ থেকে গোপনে দেওয়া বিশেষ প্রশিক্ষণের বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাসহ একাধিক সংস্থার নজরে এসেছে বলে সূত্র নিশ্চিত করেছে। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে উখিয়া-টেকনাফের শরণার্থী ক্যাম্পগুলোতে ত্রিশের অধিক গ্রুপ ও উপ-গ্রুপ সক্রিয় রয়েছে। ক্যাম্পগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর বিশেষ দৃষ্টিকে সুযোগ হিসেবে নিয়ে গোপনে নিজেদের অপরাধ কর্মকান্ডগুলো অব্যাহত রেখেছে রোহিঙ্গারা। ইয়াবা, মানব পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ক্যাম্পের বাইরে ধরা পড়ছে অনেক রোহিঙ্গা সদস্য। তবে ক্যাম্পের অভ্যন্তরে নিজেদের আধিপত্য ধরে রাখতে প্রায়ই গ্রুপ-উপগ্রুপগুলো সংঘাতে জড়িয়ে পড়ছে। রোহিঙ্গাদের নিয়ে কাজ করেন একজন আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কেবল মাদক পাচার নয়, বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। তবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা রোহিঙ্গাদের অপরাধের খবর জানার পরও ক্যাম্পে অভিযান চালাতে পারছে না। তখন দেখা যাবে, সরকারকে বিব্রত করতে রোহিঙ্গারা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এমন ধুয়া তুলছে আন্তর্জাতিক সংস্থাগুলো। সূত্র বলছে, চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে প্রায় ২০০টি। যাতে আসামির সংখ্যা পাঁচ শতাধিক। ২০১৯ সালে মামলার সংখ্যা বেড়ে হয়েছে ২৬৩টি আর আসামি হন ৬৪৯ জন। ২০১৮ সালে ২০৮ মামলায় আসামি হয়েছেন ৪১৪ জন। ২০১৭ সালে নানা অপরাধে রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলার সংখ্যা ছিল ৭৬টি। সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার জেলা কারাগারে ৫৫২ পুরুষ ও ৪৮ নারী রোহিঙ্গা বন্দী রয়েছেন। চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সশস্ত্র গ্রুপগুলোকে দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করব। ওখানে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। শরণার্থী ক্যাম্পের একাধিক সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপ ও উপ-গ্রুপগুলো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সংঘাতে জড়িয়ে পড়ে। চলে হামলা পাল্টা হামলার ঘটনাও। গ্রুপ ও উপ-গ্রুপগুলো নিজেদের শক্তি বৃদ্ধির জন্য সাধারণ রোহিঙ্গাদের দলে বেড়াচ্ছে। নিজেদের অনুসারীদের সক্ষমতা বাড়াতে দেওয়া হয় সামরিক কায়দায় প্রশিক্ষণ। শেখানো হয় কারাতে কুংফুও। নিজেদের উপস্থিতি জানান দিতে ক্যাম্পে ক্যাম্পে অস্ত্রের মহড়া দেয় সন্ত্রাসী গ্রুপগুলো। প্রায় রাতে ক্যাম্পে গুলি ছুড়ে নিজেদের সক্ষমতার কথা জানান দেয় গ্রুপ ও উপ-গ্রুপগুলো। কোনো সাধারণ রোহিঙ্গা এসব অপকর্মের প্রতিবাদ করলেই সন্ত্রাসীরা চালায় হামলা লুটপাট। এমনকি খুনের ঘটনাও ঘটছে অসংখ্যবার। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস্্) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ কর্মকান্ডের বিষয়ে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। এগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারের ৩৪টি শরণার্থী ক্যাম্পে বসবাস করছে। এসব ক্যাম্প নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসী ১২টি গ্রুপ এবং কমপক্ষে ২০টি উপ-গ্রুপ। এ ছাড়া কিছু কিছু ক্যাম্প হেড মাঝির নিয়ন্ত্রণে আবার তাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে ছোট ছোট কিছু গ্রুপ। রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে রয়েছে- আবদুল হাকিম ওরফে ডাকাত হাকিম বাহিনী, নূর আলম বাহিনী, মাস্টার মুন্না বাহিনী, জাকির বাহিনী, সেলিম বাহিনী, হাফেজ জাবের বাহিনী, মৌলভী আনাস বাহিনী, ইসলাম মাহমুদ বাহিনী, মাস্টার আবুল কালাম অন্যতম। এ ছাড়া ক্যাম্পে সক্রিয় রয়েছে আরও কমপক্ষে ২০টি উপ-গ্রুপ। এরা ক্যাম্পে ইয়াবা ও অস্ত্র ব্যবসা, মানব পাচার নিয়ন্ত্রণ করে। ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি কেন্দ্র করে প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য মতে, ক্যাম্পের ভিতর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অভিযান চালালে সশস্ত্র সান্ত্রাসী গ্রুপগুলো প্রায়ই হামলা চালায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর। গত এক বছরে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সঙ্গে প্রায় অর্ধশত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় বন্দুকযুদ্ধে ৪৬ জন রোহিঙ্গা সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। নিহতরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সদস্য।
শিরোনাম
- টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ
- পোপ ফ্রান্সিস আর নেই
- লেবাননে নিষিদ্ধ ইসরায়েলি অভিনেত্রীর সিনেমা
- ঢাবিতে ছবি তোলার নামে বাইক নিয়ে পালালেন যুবক, বরিশালে ধরা
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেট বন্ধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ
- মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব
- দৃষ্টিহীনদের চলাফেরায় বিপ্লব আনবে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা
- ভেনেজুয়েলার সঙ্গে ব্যতিক্রমী ‘বন্দি বিনিময়’ প্রস্তাব এল সালভাদরের
- জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
- জবি ছাত্রী হলের ফি কমানোর দাবিতে উপাচার্যের দপ্তর ঘেরাও
- গ্লুকোমা শনাক্ত এবং চিকিৎসা কেন জরুরি
- স্বামী-স্ত্রী যখন একই অফিসে
- চাকরির আগে ফাইন টিউনিং
- উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আলোচনা সভা
- শিশুর ঘন ঘন সর্দি-ঠান্ডায় করণীয়
- আমেরিকায় উচ্চমূল্যের পার্সেল পাঠানো স্থগিত করল ডিএইচএল
- আসামি গ্রেফতারে পূর্বানুমতি : ডিএমপির আদেশ নিয়ে শুনানি বুধবার
- ১৫ মাসে বন্ধ পোশাক ১১৩ কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক
- ট্রাম্পের শুল্কযুদ্ধ: চীন থেকে আমেরিকায় ফেরত গেল বোয়িংয়ের বিমান
- নতুন চুক্তির প্রস্তাব না দেওয়ায় অবাক ডে ব্রুইনে
হুমকিতে রোহিঙ্গা শিবির
সাখাওয়াত কাওসার, ঢাকা ও মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর