বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভালো নেই শ্রমজীবীরা

লাগামহীন দ্রব্যমূল্য, আয় কমেছে, চাকরি ও কর্মক্ষেত্রে অনিশ্চয়তা, শহর ছাড়ছে দলে দলে, বাড়ছে বেকারত্ব, করোনার শুরুতে গ্রামে যাওয়া কেউই ফিরছে না

শামীম আহমেদ ও রুহুল আমিন রাসেল

ভালো নেই শ্রমজীবীরা

ভালো নেই রাজধানীসহ সারা দেশের শ্রমজীবীরা। চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন গার্মেন্টসহ ক্ষুদ্র শিল্পের কর্মরত শ্রমিকরা। ব্যবসা-বাণিজ্যের মন্দার মধ্যে একদিকে চাকরি হারাচ্ছেন অনেকে, অন্যদিকে বেতন কমে যাওয়ায় ঘর ভাড়া দিয়ে পরিবার-পরিজন নিয়ে টিকে থাকতে না পেরে অনেকে শহর ছাড়ছেন। কেউ আবার পরিবার গ্রামে পাঠিয়ে দিয়ে উঠেছেন মেসে। করোনার শুরুতে যারা ঢাকা ছেড়েছিলেন তারাও ফিরে আসেননি। কর্মসংস্থান না হওয়ায় অনেকে ফিরতে পারেননি। আয় কমে যাওয়ার পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির সঙ্গে খাপ খাওয়াতে না পেরে এখনো ঢাকা ছাড়ছেন অনেক শ্রমজীবী। রাজধানী ছেড়ে যাওয়া মানুষের কাতারে নতুন করে নাম লিখিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় এত দিন সঞ্চয় ভাঙিয়ে টিকে থাকা কাজ-হারানো নিম্নবিত্ত শ্রেণি। রাজধানীর বিভিন্ন এলাকায় ‘টু-লেট’ লেখা সাইনবোর্ড বেড়েই চলেছে।

গতকাল সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ‘টু-লেট’ লেখা সাইনবোর্ডের ছড়াছড়ি। গত মে মাসে যেসব বাসা ফাঁকা দেখা গেছে তার কিছু পূরণ হলেও পাশেই ঝুলেছে নতুন ‘টু-লেট’। আবার এপ্রিল-মেতে চাকরি হারানো কয়েকজনকে পাওয়া গেছে যাদের এখনো কোনো চাকরি মেলেনি। পরিবার বাড়িতে পাঠিয়ে উঠেছেন মেসে। আগারগাঁওয়ের এক বাড়িওয়ালা মোহাম্মদ এজাজ জানান, তিনি দুটি বাড়ির ভাড়াটিয়াদের গত ছয় মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন। অধিকাংশই করোনার কারণে হঠাৎ আর্থিক সংকটে পড়েছেন।

এ প্রসঙ্গে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘করোনার আগেই শ্রমজীবী মানুষের সবার কর্মসংস্থান ছিল না। তার সঙ্গে করোনার প্রভাবে অর্থনৈতিক কর্মকান্ড সংকুচিত হওয়ায় অনেকে চাকরি হারিয়েছেন। তাই এখন যেসব কাজে বিনিয়োগ করলে কর্মসংস্থান বাড়বে, সেদিকে নজর দিতে হবে। ব্যক্তি খাতের বিনিয়োগ মোট দেশজ উৎপাদন বা জিডিপির ২৩ শতাংশে আটকে আছে। আসলে যত দ্রুত ব্যক্তি খাত ও বিদেশি বিনিয়োগ আসবে, তত দ্রুত সংকট কাটবে। আবার সবার কর্মসংস্থান করলেও হবে না। অনেকের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন উদ্যোক্তাদের জন্য অর্থায়নের ব্যবস্থা করতে হবে। করোনায় ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসার ক্ষতি হয়েছে। এতে অনেকে কাজ হারিয়েছেন। অথচ প্রণোদনা প্যাকেজের অর্থ এই ছোট উদ্যোক্তারা পাননি। আবার প্রণোদনার বেশির ভাগ অর্থ ছাড় হয়নি। বিষয়টি নীতিনির্ধারকদের খতিয়ে দেখতে হবে। যদিও এজন্য পুনরর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। তার পরও ছোট উদ্যোক্তারা কেন ঋণ পান না, তা সংশ্লিষ্টদের দেখতে হবে। পাশাপাশি ছোট নারী উদ্যোক্তাদেরও পুঁজির অভাব দেখছি। তারা অর্থ পেলেই কর্মসংস্থান বাড়বে।’

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআইর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘সংকট আমরা ম্যানেজ করতে পারিনি। ভিয়েতনামে সংকট নেই। বিশ্বের অনেক দেশ স্বাভাবিক। কিন্তু দক্ষিণ এশিয়ার কোনো দেশই করোনা ম্যানেজ করতে পারেনি। যেসব শ্রমজীবী চাকরি হারিয়েছেন, তাদের সহায়তা দেওয়া যেত। কিন্তু সরকার তা করেনি। এখন অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের উদ্যোগ দরকার। এটা দ্রুত করতে হবে। প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন ও সম্প্রসারণ করতে হবে।’

এই অর্থনীতিবিদের মতে, ‘এখন পরবর্তী ধাপ হলো আমরা কত দ্রুত ভ্যাকসিন সংগ্রহ করতে পারব। এখানে নড়াচড়া দেখছি না। চীন আমাদের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেখানে সরকারের সাড়া দেখছি না। এ নিয়ে কোনো প্রস্তুতি নেই। ভারতের কাছ থেকে যে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তা অক্সফোর্ডের। কিন্তু বিশ্বে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়েও বিতর্ক আছে। তবে করোনা নিয়ন্ত্রণে আমাদের সজাগ থাকতে হবে। বহুমুখী উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে। নিরাপদ ভ্যাকসিনের নিশ্চয়তা পেলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি।’

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘লকডাউনের সময়ই আমরা বলেছি, করোনার এ আঘাতের স্বল্পমেয়াদি প্রভাব যেমন পড়ছে, দীর্ঘমেয়াদি প্রভাবও থাকবে। দীর্ঘমেয়াদি প্রভাবটা কয়েক বছর চলতে পারে। আমরা এখন করোনার দীর্ঘমেয়াদি প্রভাবের মধ্যে আছি। এই সময়ে অনেকে ব্যবসা হারিয়েছেন, পুঁজি হারিয়েছেন, অনেকের চাকরি গেছে। চাকরি তো আবার তৈরি হতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসা আবার পুরোপুরি চাঙ্গা হলেই তো চাকরি সৃষ্টি হবে। এখনো বিউটি পারলার, সিনেমা হল, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁর মতো অনেক ব্যবসা পুরোপুরি চালু হয়নি। এসব জায়গায়ও তো অনেক মানুষ কাজ করত। জীবিকার জন্য আমরা মাত্র বের হতে শুরু করেছি। সব ব্যবসা-বাণিজ্য তো আগের মতো শুরু হয়নি। করোনার প্রভাবে এখনো অনেকের ক্ষতি হচ্ছে। যাদের ব্যবসা নষ্ট হয়ে গিয়েছিল, যাদের চাকরি গেছে, তাদের সঞ্চয় শেষ হয়ে আসছে। সেই প্রভাবটা এখন দেখা দিচ্ছে। এখন আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজে ঋণের ব্যবস্থা করতে হবে। যাদের ৫-১০ হাজার টাকা পুঁজি দরকার তারা ব্যাংকিং চ্যানেলে যেতে পারে না। তাদের ব্যাংকিং চ্যানেলের বাইরে গিয়ে ঋণ দিতে হবে। যেমন এনজিওর মাধ্যমে যে টাকাটা দেওয়া হচ্ছে এর আকার বাড়াতে হবে। সরকারের পক্ষ থেকে শহরে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সড়ক সংস্কার থেকে শুরু করে আইল্যান্ডে গাছে পানি দেওয়া- এমন অনেক কাজ হতে পারে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জায়গাটা কঠোরভাবে মানতে হবে। করোনা কিন্তু এখনো যায়নি। যত দিন করোনার আতঙ্ক থাকবে, তত দিন সবকিছু স্বাভাবিক হবে- এমনটা আশা করা যাবে না। এর মধ্যে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছিল বন্যা। আমনের আবাদ নষ্ট হয়েছে। বিষয়টায় নজর দেওয়া দরকার। ডিসেম্বর-জানুয়ারিতে ফলন উঠলে যদি দেখা যায় ফলন ভালো হয়নি, তখন আবার চালের সংকট দেখা দেবে। এখনই উৎপাদন দেখে আমদানি করতে হবে কিনা ভাবতে হবে। বাজারব্যবস্থাটা কঠোরভাবে মনিটর করা প্রয়োজন। মনিটর মানে ধর-মার-কাট নয়, উৎপাদন হলো কিনা, আমদানি করতে হবে কিনা- এগুলো এবার একটু মনোযোগের সঙ্গে করতে হবে।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর