শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, এই দেশের মা-বোনদের সম্মান রক্ষার জন্য আমরা জীবন বাজি রেখে লড়াই করে দেশ স্বাধীন করেছিলাম। এর জন্য অনেক রক্ত দিতে হয়েছে। সেটা এভাবে উচ্ছন্নে গেলে তা হবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের ও বেদনার। সারা দেশে ধর্ষণের মতো ঘটনার জন্য সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে ও সবাইকে সক্রিয় হতে হবে। সরকারকে এভাবে উদাসীন হলে চলবে না। তিনি গতকাল দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষিতা কলেজছাত্রীকে দেখতে গিয়ে এ কথা বলেন। তিনি বলেন, সামাজিক এই অবক্ষয় দূর করার জন্য আমাদের চেষ্টা করা দরকার। অথচ তা হচ্ছে না। এর একমাত্র রক্ষাকবচ হচ্ছে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। সেটা যদি আমরা গড়ে তুলতে পারি তবে সফল হব। এরপর তিনি টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর