বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারি নিয়ে আবারও অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

কয়েক বছর স্থগিত থাকার পর বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারি বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন করে অনুসন্ধান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আট সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। এ কমিটি হলমার্কের ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড (ঋণ সুবিধা) বিষয়ে অনুসন্ধান করবে। গতকাল দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হলমার্কের নন-ফান্ডেড অংশ অনুসন্ধানের জন্য কমিশনের পরিচালক মীর মোহাম্মদ জয়নাল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। যদিও এটিকে নন-ফান্ডেড বলা হয়েছিল, কিন্তু এর পুরোটাই ফান্ডেড। ইতিপূর্বে কমিশন এ অংশের ওপরে একটি মামলাও দায়ের করেছিল। জানা গেছে, বর্তমানে কমিটি পুনর্গঠনের কারণ হলো, যে ৪১টি ব্যাংক ও শাখায় এ আর্থিক লেনদেনগুলো হয়েছে সেখানে জাল-জালিয়াতির কোনো আশ্রয় নেওয়া হয়েছে কিনা, কোনো দুর্নীতি ঘটেছে কিনা এ বিষয়গুলো পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা। কমিটি অনুসন্ধান করে যে প্রতিবেদন দাখিল করবে কমিশন তা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে। সূত্র জানান, হলমার্ক গ্রুপ ফান্ডেড ও নন-ফান্ডেড ঋণ সুবিধার অংশ হিসেবে জালিয়াতি করে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর ২০১২ সালে হলমার্কের বিরুদ্ধে মোট ৩৮টি মামলা করে দুদক। এর মধ্যে অনেক মামলার চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে। কিন্তু হলমার্ক ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে নন-ফান্ডেড যে ১ হাজার ২০০ কোটি টাকা ঋণ সুবিধা নিয়েছিল তার তদন্ত তখন স্থগিত রাখা হয়। তবে এখন নন-ফান্ডেড অংশটির অনুসন্ধান সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে কমিশন। নতুন এ অনুসন্ধান কমিটির প্রধান হলেন কমিশনের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী। দলের অন্য সদস্যরা হলেন উপপরিচালক এস এম আক্তার হামিদ ভূঁইয়া, মশিউর রহমান ও সেলিনা আক্তার মণি, সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ও সিলভিয়া ফেরদৌস এবং উপসহকারী পরিচালক সহিদুর রহমান ও আফনান জান্নাত কেয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর