বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কক্সবাজার থেকে পালিয়ে ভারতে ১০ নারীসহ ১৪ রোহিঙ্গা আটক

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে ভারতে আটক হয়েছেন ১৪ রোহিঙ্গা। গত সপ্তাহে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিশেষ ট্রেনে দিল্লি যাওয়ার সময় মাঝপথে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১০ নারী, এক শিশু ও তিনজন পুরুষ রয়েছেন। খবর বিবিসি বাংলার।

ভারতীয় রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি যখন ত্রিপুরা ও আসাম ছাড়িয়ে পশ্চিমবঙ্গে ঢোকে, তখন কামরার অন্য যাত্রীদের সঙ্গে তারা বচসায় জড়ান। যাত্রীরা রেল পুলিশের কাছে অভিযোগ করলে মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি শহরের কাছে নিউ জলপাইগুড়ি স্টেশনে পুলিশ তাদের আটক করে। ভারতের পূর্বোত্তর সীমান্ত রেলের প্রধান মুখপাত্র শুভানন চন্দ্রা জানান, এরা সবাই অন্য নামে টিকিট কেটেছিলেন এবং তাদের কারও কাছেই পরিচয়পত্র ছিল না। টিকিট পরীক্ষক যখন চেকিং করছিলেন তারা  কেউই আইডি কার্ড দেখাতে পারেননি। এ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর