শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রথম টিকা নেওয়া উচিত প্রধানমন্ত্রীর

-ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রথম টিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রথম টিকাটা নেওয়া উচিত প্রধানমন্ত্রীর। উনি পাবলিকলি টেলিভিশনের সামনে টিকা নিলে লোকের আস্থা জন্মাবে। পাশাপাশি প্রত্যেক মন্ত্রীর জেলা শহরে গিয়ে সবার আগে টিকা নেওয়া উচিত। তাহলে লোকের আস্থা জন্মাবে এবং তাদের বুঝিয়ে বলা যাবে।’ টিকা গ্রহণের ক্ষেত্রে যে অগ্রাধিকার জনগোষ্ঠী ঠিক করা হয়েছে তা ঠিকই আছে বলেও মনে করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর