শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্প যেন হুমকি হয়ে না দাঁড়ায়

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা ক্যাম্প যেন হুমকি হয়ে না দাঁড়ায়

পুলিশের উদ্দেশে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে রোহিঙ্গা ক্যাম্পে সর্বোচ্চ তৎপরতা নিশ্চিত করতে হবে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতি রোহিঙ্গা ক্যাম্প যেন কোনোভাবেই হুমকির কারণ হয়ে না দাঁড়ায়- দেশের স্বার্থে সেদিকে কঠোর দৃষ্টি দিতে হবে। গত বুধবার সন্ধ্যায় কক্সবাজারে সৈকত ফাঁড়িতে ট্যুরিস্ট পুলিশের সম্মেলন কক্ষে ওই জেলায় কর্মরত বাংলাদেশ পুলিশের সব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বলেন আইজিপি। তিনি বলেন, পুলিশকে জনগণের ভরসাস্থল হিসেবে গড়ে তুলতে হবে। তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। তিনি দেশ ও জনগণের কল্যাণে আরও বেশি কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বেনজীর আহমেদ বলেন, পর্যটন নগরী হিসেবে কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা ইস্যু কক্সবাজারের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর